ব্যাটে শট মেরে টেনিস বল পাঠানো হত জেলের ভিতর! আসল গল্প সামনে আসতেই হতভম্ব অফিসাররা

 জেলের ভিতরই রমরমা মাদকের কারবার, ধৃত ৩

Edited By: সুদেষ্ণা পাল | Updated By: Nov 11, 2020, 11:51 AM IST
ব্যাটে শট মেরে টেনিস বল পাঠানো হত জেলের ভিতর! আসল গল্প সামনে আসতেই হতভম্ব অফিসাররা
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন : অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে মাদক কারবার নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। মাদক কারবারের সঙ্গে যোগ সন্দেহে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। ধরপাকড়ও করা হয়েছে বহু জনকে। এবার সামনে এল মহারাষ্ট্রের কোলাপুরে জেলের ভিতরই রমরমা মাদক কারবার। 

মহারাষ্ট্রের কোলাপুরের কলম্বা জেলে চলছিল এই মাদক কারবার। টেনিস বলের আড়ালে জেলের ভিতর পৌঁছে দেওয়া হচ্ছিল গাঁজা। অত্যন্ত সুচারুভাবে এই কাজটি সম্পন্ন করা হচ্ছিল বলে জানতে পেরেছেন তদন্তকারী অফিসাররা। জানা গিয়েছে, মাদক কারবারীরা জেলের বাইরে যেসব শিশুরা ক্রিকেট খেলত, তাদের কাছে প্রথমে যেত। তারপর তাদের কাছ থেকে ব্য়াট ধার করে তা দিয়ে মাদকপূর্ণ ওই টেনিস বলগুলিকে জোরে 'শট' মেরে জেলের ভিতর পাঠিয়ে দিত। 

ইতিমধ্যেই এই মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছেন গোয়েন্দারা। ধৃতদের নাম- বৈভব কোঠারি,সন্দেশ দেশমুখ ও অমিত পায়গুড়ে। ধৃতদের কাছ থেকে টেনিস বল ও গাঁজা বাজেয়াপ্ত করেছে। ধৃতদের জেরা করে এই মাদক কারবারের সঙ্গে জড়িত বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছেন তদন্তকারীরা।

আরও পড়ুন, কলেজ ছাত্রীর বয়ানেই পর্দাফাঁস, কর্নাটক থেকে NIA-র জালে লস্কর জঙ্গি

.