শত্রুপক্ষের মিসাইল রুখবে, নৌসেনার শক্তি বাড়াতে DRDO এর নয়া প্রযুক্তি

বড়সড় আক্রমণ রুখবে Chaff প্রযুক্তি

Updated By: Apr 5, 2021, 04:36 PM IST
শত্রুপক্ষের মিসাইল রুখবে, নৌসেনার শক্তি বাড়াতে DRDO এর নয়া প্রযুক্তি

নিজস্ব প্রতিবেদন: নৌসেনার জাহাজের উপর শত্রুপক্ষের মিসাইল আক্রমণ রুখতে অত্যাধুনিক প্রযুক্তি আনল  কেন্দ্রীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা বা DRDO। সোমবার এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, DRDO এর যোধপুর গবেষণা কেন্দ্র অত্যাধুনিক প্রযুক্তির ৩টি সারফেস-টু-এয়ার মিসাইল (Chaff Rocket) বানিয়েছে । সেগুলি হল যথাক্রমে ছোট পাল্লার সারফেস-টু-এয়ার মিসাইল, মাঝারি পাল্লার সারফেস-টু-এয়ার মিসাইল এবং বড় পাল্লার সারফেস টু এয়ার মিসাইল। আত্মনির্ভর ভারতের পক্ষে প্রতিরক্ষা গবেষণা কেন্দ্রের এটি একটি বড় পদক্ষেপ বলে জানিয়েছে কেন্দ্র।

আরও পড়ুন: PF Tax এর নতুন নিয়ম, কতটা প্রভাব বেতনে? জানুন

সম্প্রতি আরব সাগরে ভারতীয় নৌসেনার জাহাজে ঐ তিন ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক ব্যবহার সফলভাবে সম্পন্ন হয়েছে। অত্যাধুনিক এই Chaff প্রযুক্তি  শত্রুপক্ষের র‍্যাডার ও রেডিও তরঙ্গের মাধ্যমে মিসাইল অনুসন্ধানকারীদের হাত থেকে বাঁচাবে। আপাতত কম পরিমাণে হলেও আগামিদিনে প্রতিকূল পরিস্থিতির কথা ভেবে উৎপাদন বাড়ানোর কথা ভাবছে DRDO কর্তৃপক্ষ। 

আরও পড়ুন: ছত্তীসগঢ় এনকাউন্টার : ২৩ জওয়ানের মৃ্ত্য়ুর জন্য দায়ী, কে এই মাওনেতা হিদমা?

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই সাফল্যের জন্য ইতিমধ্যেই DRDO, ভারতীয় নৌসোনা ও কারিগরদের অভিনন্দন জানিয়েছেন।

.