Draupadi Murmu, Yashwant Sinha: "নির্বাচনের পর আমাকে ডাকতে পারে ইডি", মোদীকে ফোন যশবন্তের, সোনিয়া-মমতাকে ফোন দ্রৌপদীর

জ্যোতির্ময় কর্মকার: রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে শাসক-বিরোধী দুই শিবিরে তৎপরতা তুঙ্গে। মনোনয়ন পেশের পর তিন প্রধান বিরোধী দলের শীর্ষ নেতাদের ফোন করলেন এনডিএ-র রাষ্ট্রপতি প্রার্থী দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। পাল্টা প্রধানমন্ত্রী-সহ শীর্ষ বিজেপি নেতৃত্বকে ফোন করলেন বিরোধী প্রার্থী যশবন্ত সিনহা (Yashwant Sinha)।

শুক্রবার এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন দ্রৌপদী মুর্মু  (Droupadi Murmu)। এরপর কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, এনসিপি প্রধান শরদ পাওয়ার এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন তিনি। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে তিন বিরোধী দল যাতে তাঁকে সমর্থন করেন, সেই অনুরোধ জানান।

এরপরই পাল্টা চাল দিলেন বিরোধী প্রার্থী যশবন্ত সিনহা (Yashwant Sinha)। সমর্থন চেয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন তিনি। যদিও তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর কথা হয়নি। এরপর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda), প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং প্রবীণ বিজেপি নেতা এল কে আডবাণীকেও ফোন করেন তিনি। বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থীর দাবি, "রাষ্ট্রপতি নির্বাচন প্রভাবিত করতে কেন্দ্রীয় এজেন্সি, ED-কে ব্যবহার করছে মোদী সরকার। নির্বাচনের পর আমাকেও ডাকতে পারে ED। আমি ভয় পাচ্ছি না। আমার স্বচ্ছ জীবন।"

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

English Title: 
Draupadi Murmu called Sonia Gandhi, Mamata Banerjee, Exclusive Yashwant Sinha called PM Narendra Modi
News Source: 
Home Title: 

"নির্বাচনের পর আমাকে ডাকতে পারে ইডি", মোদীকে ফোন যশবন্তের, সোনিয়া-মমতাকে ফোন দ্রৌপদীর

Draupadi Murmu, Yashwant Sinha: "নির্বাচনের পর আমাকে ডাকতে পারে ইডি", মোদীকে ফোন যশবন্তের, সোনিয়া-মমতাকে ফোন দ্রৌপদীর
Yes
Is Blog?: 
No
Section: