মুখ্যমন্ত্রী মানিক সরকারের ভাষণ সম্প্রচার না করার অভি‌যোগ সত্য নয়, জানাল দূরদর্শন

Updated By: Aug 16, 2017, 07:18 PM IST
মুখ্যমন্ত্রী মানিক সরকারের ভাষণ সম্প্রচার না করার অভি‌যোগ সত্য নয়, জানাল দূরদর্শন

ওয়েব ডেস্ক: ত্রিপুরা মুখ্যমন্ত্রী মানিক সরকারের ভাষণ সম্প্রচার না করার অভি‌যোগ উঠেছে দুরদর্শনের বিরুদ্ধে। সেই অভি‌যোগ উড়িয়ে দিল তারা।

আগরতলা দূরদর্শন কেন্দ্রের প্রধান ইউ কে সাহু বিবৃতি দিয়ে জানিয়েছেন, '১৫ অগাস্ট দূরদর্শন গুরুত্ব দিয়ে মুখ্যমন্ত্রীর স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সম্প্রচার করেছে।২৯ মিনিট ৪৫ সেকেন্ড ধরে অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়েছে। তার মধ্যে ১২ মিনি‌‌‌‌ট ছিল মুখ্যমন্ত্রীর ভাষণ। সন্ধে সাত‌টায় অনুষ্ঠান‌টি সম্প্রচার করা হয়েছিল। তাতে আরও লেখা আছে, ১৬ অগাস্ট বিকেল ৪টে ৪৫ মিনি‌টে অনুষ্ঠানটি পুনঃসম্প্রচার করা হবে। মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান না দেখানোর ‌‌যে অভি‌যোগ উঠেছে. তা একেবারে ভুল ও মিথ্যা।'

গতকাল ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার অভি‌যোগ করেছিলেন,  দূরদর্শন ও অল ইন্ডিয়া রেডিও তাঁর ভাষণ সম্প্রচার করতে অস্বীকার করেছে। ভাষণে কিছু রদবদলের শর্ত দিয়েছিল। এটা অগণতান্ত্রিক। 

আরও পড়ুন, মানিক 'সরকারের ভাষণ' সম্প্রচার করা হবে না, দুরদর্শনের ভূমিকায় নিন্দা বামেদের, কটাক্ষ মোদীকেও

.