'হারামের টাকা' রোজগার করেন ব্যাঙ্ককর্মীরা, ফতোয়া দারুল উলুমের

ব্যাঙ্ক কর্মীকে বিয়ে না করার ফতোয়া দিল মুসলিম সংগঠন। 

Updated By: Jan 4, 2018, 06:14 PM IST
'হারামের টাকা' রোজগার করেন ব্যাঙ্ককর্মীরা, ফতোয়া দারুল উলুমের

নিজস্ব প্রতিবেদন:  ব্যাঙ্ক কর্মীকে বিয়ে না করার ফতোয়া দিল দারুল উলুম দেওবন্দ। তাদের নিদান, হারামের টাকা রোজগার করেন ব্যাঙ্ক কর্মীরা। ধার্মিক পরিবারের পাত্রের সঙ্গেই বিবাহসূত্রে আবদ্ধ হওয়া উচিত। 

ওই সংগঠনের কাছে এক ব্যক্তি জানতে চেয়েছিলেন, কয়েকজন ব্যাঙ্ক কর্মীর থেকে বিয়ের প্রস্তাব এসেছে। তাঁদের কাউকে কি বিয়ে করা ঠিক হবে? প্রশ্নের জবাবে দেওবন্দের তরফে জানানো হয়, হারামের টাকায় পরিবার চালান ব্যাঙ্ক কর্মীরা। এই ধরনের ব্যক্তিকে এড়িয়ে যাওয়াই শ্রেয়।''

আরও পড়ুন- চিন নয় উত্তর কোরিয়ার কিম জং উনে মন মজেছে সিপিএমের

ইসলামি আইন বা শরিয়া অনুযায়ী সুদের ব্যবসা বেআইনি।   

.