Domestic Flights: ঘরোয়া উড়ান থেকে উঠছে যাত্রী পরিবহণে বিধিনিষেধ, আগামী সপ্তাহ থেকেই লাগু নতুন নিয়ম

করোনার বাড়বাড়ন্তের কথা বিচার করে গত বছর মে মাস থেকে যাত্রী পরিবহণে বিধিনিষেধ জারি করে কেন্দ্র

Updated By: Oct 12, 2021, 06:07 PM IST
Domestic Flights: ঘরোয়া উড়ান থেকে উঠছে যাত্রী পরিবহণে বিধিনিষেধ, আগামী সপ্তাহ থেকেই লাগু নতুন নিয়ম

নিজস্ব প্রতিবেদন: করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ঘরোয়া উড়ানে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছিল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। সংক্রমণ কমায় এবার তা তুলে নেওয়া হচ্ছে। আগামী ১৮ অক্টোবর থেকে পুরনো রুটিংয়েই চলবে ঘরোনা উড়ান। নেওয়া যাবে একশো শতাংশ যাত্রী। তবে মানতে হবে কোভিড প্রটোকল। মঙ্গলবার এমনটাই জানাল কেন্দ্র।

আরও পড়ুন-Delhi Police: ভুয়ো পরিচয়পত্র বানিয়ে রাজধানীতে ঘাপটি মেরে ছিল পাক জঙ্গি, পাকড়াও করল স্পেশাল সেল 

উত্সবের মরসুমে বেড়েছে যাত্রী সংখ্যা। ক্রেডিট রেটিং সংস্থা ইকরার পরিসংখ্যান অনুযায়ী ২-৩ শতাংশ বেড়েছে যাত্রী সংখ্যা। অগাস্ট মাসে যেখানে বিমান পরিবহন সংস্থাগুলি ৬৫ লাখ যাত্রী পরিবহণ করেছে সেপ্টেম্বরে তা বেড়ে হয়েছে ৬৭ লাখ। 

কেন্দ্রের তরফে দেওয়া এক নির্দেশিকায় আজ বলা হয়েছে, 'ঘরোয়া উড়ানে যাত্রী সংখ্যা বাড়ার কথা মাথায় রেখে অসমরিক বিমান পরিবহন মন্ত্রক যাত্রী পরিবহণের ক্ষেত্রে বিধিনিধেষ তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই নির্দেশিকা কার্যকর হবে ১৮ অক্টোবর থেকে।'

উল্লেখ্য, করোনার বাড়বাড়ন্তের কথা বিচার করে গত বছর মে মাস থেকে যাত্রী পরিবহণে বিধিনিষেধ জারি করে কেন্দ্র। নির্দেশ দেওয়া হয়  অর্ধেক যাত্রী পরিবহণ করতে পারবে বিমান সংস্থাগুলি।

আরও পড়ুন-PM Modi: কিছু মানুষ মানবাধিকারের নামে দেশের ক্ষতি করছেন  

এক নজরে

## করোনার কারণে যাত্রী পরিবহণ কমিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হলেও ডিসেম্বর মাসে যাত্রী সংখ্যা বাড়িয়ে ৮০ শতাংশ করা হয়।

## করোনার দ্বিতীয় ঢেউয়ের কথা বিবেচনা করে এবছর ১ জুন থেকে যাত্রী সংখ্যা ৫০ শতাংশ করে দেওয়া হয়।

## ৫ জুলাই যাত্রী সংখ্যা বাড়িয়ে ৬৫ শতাংশ করে দেওয়া হয়।

##  গত ১৮ সেপ্টেম্বর যাত্রী পরিবহনের সীমা বাড়িয়ে ৮৫ শতাংশ করা হয়। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.