ওয়েব ডেস্ক : অস্ত্রোপচার করে এক মহিলার চোখের ভেতর থেকে ৭০ মিলিমিটার লম্বা কৃমিকে টেনে বের করলেন ডাক্তাররা। ঘটনাটি কেরালার।
চোখে জ্বালা ও ব্যথা নিয়ে কেরালার এরনাকুলাম জেনারেল হাসপাতালে আসেন ৫৬ বছরের ললিতা। পরীক্ষার পর ডাক্তাররা দেখেন, তাঁর চোখের মধ্যে কিছু রয়েছে। এরপর অপারেশন করতেই বেরিয়ে আসে ৭০ মিলিমিটার দীর্ঘ কৃমিটি।
১০ মিনিট ধরে চলে অপারেশনটি। কৃমিটি বের করার পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন ওই মহিলা। দেখুন, অস্ত্রোপচারের সেই ভিডিওটি-
আরও পড়ুন, "সুস্থ সন্তান পেতে হলে আমিষ খাবেন না, সেক্স করবেন না!"
English Title:
doctors remove 70 mm creepy worm inside a woman's eye
News Source:
Home Title:
মহিলার চোখ থেকে বেরিয়ে এল ৭০ মিলিমিটার লম্বা কৃমি! (দেখুন Video)
Yes
Is Blog?:
No
Section: