জানেন আমাদের দেশে ঠিক কতগুলো এটিএম কাউন্টার আছে?
সারা দেশে গত ৮ নভেম্বর নোট বাতিলের পর থেকে কত কী না হচ্ছে। সেই যে পুরনো পাঁচশো এবং হাজার টাকার নোট বাতিল হল, সেই থেকে ব্যাঙ্কে, এটিএমে মানুষের চূড়ান্ত হয়রানি। শুধু লম্বা-লম্বা লাইন। এত লাইন কেন পড়ছে এটিএমে? তার একদম সহজ কারণ, দেশে মানুষ তো প্রায় সোয়া এক কোটি রয়েছেন। কিন্তু জানেন কী যে, আমাদের দেশে মোট এটিএম কাউন্টারের সংখ্যা কত?
ওয়েব ডেস্ক: সারা দেশে গত ৮ নভেম্বর নোট বাতিলের পর থেকে কত কী না হচ্ছে। সেই যে পুরনো পাঁচশো এবং হাজার টাকার নোট বাতিল হল, সেই থেকে ব্যাঙ্কে, এটিএমে মানুষের চূড়ান্ত হয়রানি। শুধু লম্বা-লম্বা লাইন। এত লাইন কেন পড়ছে এটিএমে? তার একদম সহজ কারণ, দেশে মানুষ তো প্রায় সোয়া এক কোটি রয়েছেন। কিন্তু জানেন কী যে, আমাদের দেশে মোট এটিএম কাউন্টারের সংখ্যা কত?
আরও পড়ুন কংগ্রেসের ডাকা বৈঠকের আগে ছন্নছাড়া বিরোধী ঐক্য
উত্তরটা হল, ১১ লক্ষ ২ হাজার ৮০১। হ্যাঁ, আমাদের দেশে মোট এটিএম কাউন্টারের সংখ্যা এটাই। এই তথ্য খোদ রিজার্ভ ব্যঙ্ক অনুযায়ী। আর এই সংখ্যাটা ২০১৬-র আগস্ট মাস পর্যন্ত।