বিজেপিকে ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক
ত্রিকোণ প্রেম, সাংসারিক অশান্তি, যৌন সঙ্গমে অক্ষম, এরকম নানা কারণে ভেঙে যেতে পারে একটি বিবাহিত সম্পর্ক। কিন্তু শেষে কিনা এরকম একটা কারণ! দীর্ঘদিনের একটা সুখী বিবাহিত সম্পর্ক এরকম কারণেও ভেঙে যেতে পারে শুনলে অবাক হয়ে যাবেন।
ওয়েব ডেস্ক: ত্রিকোণ প্রেম, সাংসারিক অশান্তি, যৌন সঙ্গমে অক্ষম, এরকম নানা কারণে ভেঙে যেতে পারে একটি বিবাহিত সম্পর্ক। কিন্তু শেষে কিনা এরকম একটা কারণ! দীর্ঘদিনের একটা সুখী বিবাহিত সম্পর্ক এরকম কারণেও ভেঙে যেতে পারে শুনলে অবাক হয়ে যাবেন।
১০ বছরের বিবাহিত জীবন আইনুদ্দিন ও দিলওয়ারা বেগমের। সুখের সংসারে কোনও অশান্তি ছিল না। সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু অকস্মাৎ রাজনীতির অনুপ্রবেশ ভেঙে দিল আইনুদ্দিন-দিলওয়ারার সংসার। মেলাতে পারছেন না তো? অসমের সোনতিপুর জেলার দোনাম আদাহাতি গ্রামের বাসিন্দা আইনুদ্দিন ও দিলওয়ারা। এখন সেখানে বিধানসভা নির্বাচন চলছে। এই নির্বাচনে তাঁরা কংগ্রেসকে ভোট দেবে, এমনটাই সিদ্ধান্ত নিয়েছিলেন গ্রামের মোড়ল। আইনুদ্দিন সেই কথা মেনে নিলেও দিলওয়ারা ভোট দিয়েছিলেন পদ্ম ফুলে। ব্যস! এই কথা জানতে পারা মাত্রই তালাক। বিজেপিকে ভোট দেওয়ার অপরাধে স্ত্রীয়ের সঙ্গে ১০ বছরের বিবাহিত জীবনে ইতি টেনে দেন আইনুদ্দিন।