গত অর্থবর্ষের তুলনায় প্রত্যক্ষ কর আদায়ের পরিমাণ বাড়ল
ওয়েব ডেস্ক: গত অর্থবর্ষের চেয়ে চলতি অর্থবর্ষে আয়কর আদায় বাড়তে চলেছে। সেই ইঙ্গিতই দিল কর আদায়ের পরিমাণ। আয়কর দফতরের হিসাব অনুযায়ী, চলতি আর্থিক বছরের প্রথম ৬ মাসে মোট কর আদায় হয়েছে ৩.৮৬ লক্ষ কোটি টাকা। গত অর্থ বর্ষের একই সময়ের চেয়ে ১৫.৮ শতাংশ বেশি।
সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সে বিবৃতি দিয়ে জানিয়েছে, এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত বাজেটে প্রস্তাবিত প্রত্যক্ষ করের ৩৯.৪ শতাংশ আদায় করা হয়েছে।৯.৮ লক্ষ কোটি টাকা প্রত্যক্ষ কর আদায়ের লক্ষ্যমাত্রা রেখেছে সরকার। রিফান্ড বাদ না দিলে মোট ৪.৬৬ কোটি টাকা কর আদায় করেছে আয়কর দফতর। গত বর্ষের একইসময়ের চেয়ে ১০.৩ শতাংশ বেশি। তা থেকে ফেরত দেওয়া হয়েছে ৭৯,৬৬০ কোটি টাকা।
১.৭৭ লক্ষ কোটি টাকা অগ্রিম কর হিসেবে পেয়েছে আয়কর দফতর। এক্ষেত্রে গতবছরের চেয়ে বৃদ্ধি হয়েছে ১১.৫ শতাংশ। কর্পোরেট আগাম করের বৃদ্ধি হয়েছে ৮.১ শতাংশ। আগাম ব্যক্তিগত কর আদায়ে বৃদ্ধি হয়েছে ৩০.১ শতাংশ।