দলিত বলে উপেক্ষা! অমিত শাহকে ইস্তফাপত্র পাঠালেন দীনেশ খটিক
জলসম্পদ প্রতিমন্ত্রী দীনেশ খটিকের পদত্যাগ নিয়ে আগেই জল্পনা চলছিল। জানা গিয়েছে, দীনেশ খটিক তার দপ্তরের সিনিয়র মন্ত্রী স্বতন্ত্র দেব সিংয়ের উপর ক্ষুব্ধ। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে অংশ নিয়েছিলেন খটিক। এর পরে তিনি সরকারি গাড়ি ছেড়ে মিরাটে নিজের বাড়িতে যান।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের সমস্যায় উত্তরপ্রদেশ সরকার। যোগী আদিত্যনাথ সরকারের ক্যাবিনেট মন্ত্রী দীনেশ খটিক ইস্তফা দিয়েছেন। বিজেপির সিনিয়র নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন জলসম্পদ প্রতিমন্ত্রী দীনেশ খটিক।
চিঠিতে তিনি লিখেছেন, "আমি দলিত সম্প্রদায়ের মানুষ। সে কারণেই আমাকে উপেক্ষা করা হয়েছে। নমামি গঙ্গা ও হর ঘর জল যোজনায় নিয়ম মানা হয়নি। বদলি পদে দুর্নীতি করা হচ্ছে। আমি দলিত সম্প্রদায়ের একজন। আমার কথা কেউ শুনছে না কেন। আমার অবহেলায় দলিত সমাজ ব্যথিত। মন্ত্রী হিসেবে আমার অস্তিত্ব নেই। আমাকে মিটিংয়ে ডাকা হয় না, মন্ত্রকের কাজ সম্পর্কে বলা হয় না। ব্যথিত হয়ে আমি পদত্যাগ করছি।"
আরও পড়ুন: Mohammed Zubair | Alt News: সব মামলাতেই জামিন জুবেরের, জেল থেকে ছাড়ার 'সুপ্রিম' নির্দেশ
জলসম্পদ প্রতিমন্ত্রী দীনেশ খটিকের পদত্যাগ নিয়ে আগেই জল্পনা চলছিল। জানা গিয়েছে, দীনেশ খটিক তার দপ্তরের সিনিয়র মন্ত্রী স্বতন্ত্র দেব সিংয়ের উপর ক্ষুব্ধ। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে অংশ নিয়েছিলেন খটিক। এর পরে তিনি সরকারি গাড়ি ছেড়ে মিরাটে নিজের বাড়িতে যান।
জানা গিয়েছে, জলশক্তি বিভাগে বদলির জন্য তাঁর সুপারিশ শোনা হয়নি এবং কাজের সুস্পষ্ট বিভাজন না থাকায় তাঁর কোনও কাজ করার নেই বলে মনে করছেন তিনি।