ডিজেলের দাম বাড়ছে ৪৫ পয়সা

ডিজেলের দাম ৪৫ পয়সা বাড়ানর সিদ্ধান্ত নিল তেল সংস্থাগুলি। আজ মাঝরাত থেকে বর্ধিত মূল্য লাগু হতে চলেছে বলে ইন্ডিয়ান অয়েলের তরফে জানানো হয়েছে। প্রট্রোলের দাম লিটার প্রতি ২ পয়সা কমানোর সিদ্ধান্ত নেওয়ার এক সপ্তাহের মাথায় ফের দাম বাড়ল ডিজেলের।

Updated By: Mar 22, 2013, 09:45 PM IST

ডিজেলের দাম ৪৫ পয়সা বাড়ানর সিদ্ধান্ত নিল তেল সংস্থাগুলি। আজ মাঝরাত থেকে বর্ধিত মূল্য লাগু হতে চলেছে বলে ইন্ডিয়ান অয়েলের তরফে জানানো হয়েছে। প্রট্রোলের দাম লিটার প্রতি ২ পয়সা কমানোর সিদ্ধান্ত নেওয়ার এক সপ্তাহের মাথায় ফের দাম বাড়ল ডিজেলের।
পেট্রোলের মূল্যবৃদ্ধি কেন্দ্রীয় সরকারের হাতে না থাকলেও ডিজেলের দাব বৃদ্ধির সিদ্ধান্ত নেয় প্রট্রোলিয়াম মন্ত্রকই। গত তিন মাসে এই নিয়ে তিন দফায় দাম বাড়ল ডিজেলের।
চলতি বছরের শুরুতে তেল সংস্থাগুলিকে ডিজেলের দাম প্রতি মাসে ৪০ থেকে ৫০ পয়সা করে বারানোর ছাড়পত্র দেয় কেন্দ্র। তেল সংস্থাগুলি যতক্ষণ না ক্ষতির পরিমাণ কাটিয়ে উঠতে পারছে ততদিন দাম বৃদ্ধির পথেই হাঁটার সিদ্ধান্ত নেয় সরকার। ফলে চাপ বাড়ছে সাধারণ মানুষের বাজেটে। প্রতি লিটার ডিজেলের তেল সংস্থাগুলির ক্ষতির পরিমান ১১ টাকা।

.