উত্‍সবের মরসুমের শুরুতেই দাম বাড়ল ডিজেলের

সামনেই বিহার ভোট। আর তার আগেই বাড়ল ডিজেলের দাম। লিটারে পঞ্চাশ পয়সা। গত চার মাসে এই প্রথম বাড়ল ডিজেলের দাম। গত মে মাস থেকে দফায় দফায় প্রায় আট টাকা। অক্টোবর মাস হল উত্সবের মরসুম। আর উত্‍সবের মরসুমের শুরুতেই জ্বালানির এই মূল্যবৃদ্ধি।

Updated By: Oct 1, 2015, 09:48 AM IST
উত্‍সবের মরসুমের শুরুতেই দাম বাড়ল ডিজেলের

ওয়েব ডেস্ক: সামনেই বিহার ভোট। আর তার আগেই বাড়ল ডিজেলের দাম। লিটারে পঞ্চাশ পয়সা। গত চার মাসে এই প্রথম বাড়ল ডিজেলের দাম। গত মে মাস থেকে দফায় দফায় প্রায় আট টাকা কমে ডিজেলের দাম। অক্টোবর মাস হল উত্সবের মরসুম। আর উত্‍সবের মরসুমের শুরুতেই জ্বালানির এই মূল্যবৃদ্ধি।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামকে সামনে রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে তেল কোম্পানিগুলি। কিন্তু, বিহার ভোট যেখানে বিজেপির কাছে রীতিমতো লিটমাস টেস্ট, সেখানে ডিজেলের এই দামবৃদ্ধি কি প্রভাব ফেলবে?

বিজেপি নেতারা বলছেন, ভোটের সঙ্গে ডিজেলের দাম বাড়ার কোনও যোগাযোগ নেই। বিহারে ভোট হচ্ছে উন্নয়ন ইস্যুতে। বিজেপি নেতারা কি ঠিক বলছেন! উত্তর মিলবে আটই নভেম্বর। ওইদিনই যে বিহার ভোটের ফলাফল ঘোষণা।

.