মিটল ভোটপর্ব, বাড়ল দেশ জুড়ে ডিজেলের দাম

দেশ জুড়ে ভোটপর্ব মিটতেই ডিজেলের দাম বাড়ানোর কথা ঘোষণা করল রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি। ডিজেলের দাম বাড়ছে লিটার প্রতি এক টাকা নয় পয়সা। এরসঙ্গে রয়েছে রাজ্যের অতিরিক্ত লেভি।

Updated By: May 13, 2014, 08:46 AM IST

দেশ জুড়ে ভোটপর্ব মিটতেই ডিজেলের দাম বাড়ানোর কথা ঘোষণা করল রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি। ডিজেলের দাম বাড়ছে লিটার প্রতি এক টাকা নয় পয়সা। এরসঙ্গে রয়েছে রাজ্যের অতিরিক্ত লেভি।

একজনজরে দেখে নেওয়া যাক, চার মেট্রো শহরে ডিজেলের বর্ধিত দাম কত হল। দিল্লিতে মোট ১ টাকা ২২ পয়সা বেড়ে প্রতি লিটার ডিজেলের দাম হল ৫৬ টাকা ৭১ পয়সা। কলকাতায় ১ টাকা ২৭ পয়সা বেড়ে ডিজেলের বর্ধিত দাম হচ্ছে লিটার প্রতি ৬১ টাকা ৩৮ পয়সা। মুম্বইয়ে ১ টাকা ৩৫ পয়সা বেড়ে ডিজেলের বর্ধিত দাম হচ্ছে ৬৫ টাকা ২১ পয়সা। চেন্নাইয়ে ১ টাকা ৩২ পয়সা বেড়ে লিটার প্রতি ডিজেলের দাম হচ্ছে ৬০ টাকা ৫০ পয়সা।

মধ্যরাত থেকেই বর্ধিত দাম কার্যকর হয়ে গিয়েছে।

.