‘বাবা’র বিরহে ভক্ত কী পথ বাছলেন, দেখুন

Updated By: Sep 4, 2017, 04:05 PM IST
‘বাবা’র বিরহে ভক্ত কী পথ বাছলেন, দেখুন

ওয়েব ডেস্ক: কুড়ি বছর জেলে থাকবেন তিনি। তারপর কি আর ‘বাবা’ বাবা থাকবেন? আর এই ২০ বছরই বা তাঁকে ছেড়ে তিনি থাকবেন কীভাবে? অবসাদে আত্মহত্যা করলেন রাম রহিমের এক ভক্ত। সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ২৫ অগস্ট পাঁচকুলায় দাঙ্গা করার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন ২৮ বছর বয়সি রবিন্দর।

পুলিস সূত্রের খবর, ধর্ষণের দায়ে স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংহের সাজা ঘোষণার প্রতিবাদে যাঁরা অচল করে দিয়েছিলেন হরিয়ানার জনজীবন, রবিন্দর তাঁদেরই একজন।  অম্বালা জেলের এক বন্দি প্রথম দেখতে পান টয়লেটে রবিন্দর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। তিনিই ঘটনাটি জেল কর্তৃপক্ষের নজরে আনেন। রবিন্দরের দেহ ময়না তদন্তের জন্য স্থানীয় সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। পাঁচকুলার দাঙ্গায় গ্রেফতার বন্দিদের অনেকেই বাবার ‘বিরহে’ উন্মাদ। তাঁদের নিরাপত্তা নিয়ে ভাবিত জেল কর্তৃপক্ষ। রবিন্দরের আত্মহত্যার ঘটনায় নড়ে চড়ে বসেছে জেল প্রশাসন। বাবা-সূত্রে গ্রেফতার বন্দিদের নিরাপত্তা বিষয়ে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেই খবর।  অম্বালার পুলিশ সুপার অভিষেক জোরওয়াল জানিয়েছেন, রবিন্দরের আত্মীয়দের তাঁর মৃত্যু সংবাদ দেওয়া হয়েছে। জেল কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখেছে বলে তিনি জানিয়েছেন।

.