জীবন বিমা করাবেন না, ফতোয়া দেওবন্দের

জীবন বিমা ইসলাম বিরোধী, মত দেওবন্দের মৌলানাদের। 

Updated By: Feb 9, 2018, 05:58 PM IST
জীবন বিমা করাবেন না, ফতোয়া দেওবন্দের

নিজস্ব প্রতিবেদন: বিমা পলিসি করা ইসলামবিরোধী বলে ফতোয়া জারি করলেন উত্তরপ্রদেশের দেওবন্দের মৌলানারা।

জীবন বিমা কি ইসলামের বিরোধী? গাজিয়াবাদের এক ব্যক্তির এই প্রশ্নে দেওবন্দের মৌলানাদের জবাব, জন্ম ও মৃত্যু আল্লাহ-র হাতে। কোনও বিমা সংস্থাই গ্যারান্টি দিতে পারে না।

তাদের মতে, 'বিমা সংস্থাগুলি মানুষের জীবনের দায়িত্ব নেয় না। তারা প্রিমিয়ামের টাকা বিনিয়োগ করে। সেখান থেকে সুদ পায়। সেই সুদের টাকাই গ্রাহকদের ফেরত দেয় বিমা সংস্থাগুলি। সুদ থেকে আয় হারাম।'

আরও পড়ুন- বন্দুকের ভাষাতেই জবাব দেব, হুঙ্কার যোগীর    

দারুল নিসওয়া মাদ্রাসার প্রধান মৌলানা নাজিফ আহমেদের কথায়, ''বিমা সংস্থাগুলির উপরে বিশ্বাস রাখা উচিত নয়। জীবন ও মৃত্যু আল্লাহ-র হাতে।''

.