ঠাণ্ডা আর কুয়াশায় বিপর্যস্ত উত্তরভারত, গতরাতে ১৬ জনের প্রাণ নিল শৈত্যপ্রবাহ
কড়া ঠাণ্ডায় কাঁপছে উত্তর ভারত। বহু জায়গায় পারদ নেমেছে হিমাঙ্কে। শৈত্য প্রবাহে উত্তরভারতে গতরাতেই ১৬ জনের মৃত্যু হয়েছে। ঘন কুয়াশার জেরে আজও নয়াদিল্লিতে একধিক ট্রেন ও বিমান দেরিতে চলছে।
নয়াদিল্লি: কড়া ঠাণ্ডায় কাঁপছে উত্তর ভারত। বহু জায়গায় পারদ নেমেছে হিমাঙ্কে। শৈত্য প্রবাহে উত্তরভারতে গতরাতেই ১৬ জনের মৃত্যু হয়েছে। ঘন কুয়াশার জেরে আজও নয়াদিল্লিতে একধিক ট্রেন ও বিমান দেরিতে চলছে।
ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ৯টি উড়ান বাতিল করা হয়েছে। দৃশ্যমানতা ১০০ মিটারের নিচে নেমে গিয়েছে। দেরিতে চলছে ৩০টি দূরপাল্লার ট্রেনও।
মঙ্গলবার সকালে দিল্লির তাপমাত্রা ৪.৫ ডিগ্রি । রবিবার তাপমাত্রা নেমে যায় ২.৬ ডিগ্রিতে। গত পাঁচ বছরে রাজধানীতে এটাই সর্ব্বনিম্ন তাপমাত্রা।
সোমবারের রাতটা অমৃতসরের জন্যও ভাল ছিল না। পারদ নেমে যায় হিমাঙ্কে। এবারের শীতে অমৃতসরে সবচেয়ে বেশি ঠাণ্ডে পড়ল গতরাতে।