নোট বাতিলের পর কালো টাকার সব তথ্য আয়কর দফতরের হাতের মুঠোয়
ওয়েব ডেস্ক: নোট বাতিলের পর কোন অ্যাকাউন্টে কত টাকা জমা পড়েছে, সেই তথ্য হাতের মুঠোয় আয়কর দফতরের। নজরে রয়েছে কালো টাকা সাদা করা হয়েছে, এমন সন্দেহজনক অ্যাকাউন্টগুলি। বুধবার আরবিআই বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছিল। সেই রিপোর্টে দেখা যায়, নোট বাতিলের আগে বাজারে যত টাকা ছিল, তার ৯৯ শতাংশ ফিরে এসেছে।
বৃহস্পতিবার আয়কর দফতর জানাল, নোট বাতিলের পর ৯.৭২ লক্ষ মানুষ ২.৮৯ লক্ষ কোটি টাকা জমা করেছেন। ১৩.৩৩ লক্ষ অ্যাকাউন্টে এই টাকা জমা পড়েছে। ওই অ্যাকাউন্টগুলি তাদের নজরে রয়েছে। eplLike
Cash deposits of Rs 2.89 lakh cr post note ban by 9.72 lakh persons in 13.33 lakh accounts under radar, says I-T dept.
— Press Trust of India (@PTI_News) August 31, 2017
Income Tax department says 14,000 properties of over Rs 1 crore each under scrutiny as owners have not filed income returns.
— Press Trust of India (@PTI_News) August 31, 2017
বুধবার আরবিআই বার্ষিক রিপোর্টে জানিয়েছিল, ১৫.৪৪ লক্ষ কোটি টাকা মূল্যের নোট বাতিল হয়েছিল। এর মধ্যে ১৫.২৮ লক্ষ কোটি টাকা মূল্যের নোট ফিরে এসেছে। অর্থাৎ ৯৯ শতাংশ অর্থই জমা পড়ে গিয়েছে আরবিআই-এর ভাঁড়ারে। ৬৩২.৬ কোটি হাজার টাকার নোটের মধ্যে ফিরে আসেনি মাত্র ৮.৯ কোটি নোট।
আরও পড়ুন,নোট বাতিলের পর কালো টাকার সব তথ্য আয়কর দফতরের কাছে