নোট বাতিলের জের : ধাক্কা খেল হাওলা কারবার থেকে জঙ্গি হামলা!
নোট বাতিলের হাওয়ায় এবার জোর ধাক্কা হাওলা কারবারে। আর তাতেই নাকি কিস্তিমাত। বলা হচ্ছে এর জেরেই নাকি জম্মু ও কাশ্মীরে এক ধাক্কায় উল্লেখযোগ্য ভাবে কমে গিয়েছে জঙ্গি হামলা থেকে অনুপ্রবেশ।
ওয়েব ডেস্ক : নোট বাতিলের হাওয়ায় এবার জোর ধাক্কা হাওলা কারবারে। আর তাতেই নাকি কিস্তিমাত। বলা হচ্ছে এর জেরেই নাকি জম্মু ও কাশ্মীরে এক ধাক্কায় উল্লেখযোগ্য ভাবে কমে গিয়েছে জঙ্গি হামলা থেকে অনুপ্রবেশ।
আরও পড়ুন- করাচি বন্দরে চিনা সাবমেরিন, সতর্ক ভারত!
কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি, জঙ্গি কার্যকলাপে টাকার জোগান আসে জাল টাকা থেকে। আর সেই টাকা তৈরি হয় বড় নোটে। ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হয়ে যাওয়ার ফলে সেই টাকার জোগানও কমে গিয়েছে। আর তাতেই টান পড়েছে জঙ্গি কার্যকলাপে। গোয়েন্দা সূত্রে খবর, জাল টাকা মূলত ছাপানো হয় কোয়েটা ও করাচির সরকারি প্রেসে। গোয়েন্দাদের হিসেব অনুযায়ী নোট বাতিলের পর কাশ্মীরে জঙ্গি হামালার ঘটনা ৬০ শতাংশ কমে গিয়েছে। হাওলা কারবার কমেছে ৫০ শতাংশেরও বেশি।।