৫০০ ও ১০০০ টাকার নোট বালিতে বিপাকে ISI!
নরেন্দ্র মোদী সরকারের নোট বাতিল সিদ্ধান্তের ফলে বেরিয়ে এল এক ভয়ঙ্কর তথ্য। উঠে এল গোয়েন্দাদের হাতে। আর তার জেরেই উদ্ধার করা হল কোটি কোটি টাকার নোট। তবে তা সবই জাল।
ওয়েব ডেস্ক : নরেন্দ্র মোদী সরকারের নোট বাতিল সিদ্ধান্তের ফলে বেরিয়ে এল এক ভয়ঙ্কর তথ্য। উঠে এল গোয়েন্দাদের হাতে। আর তার জেরেই উদ্ধার করা হল কোটি কোটি টাকার নোট। তবে তা সবই জাল।
আরও পড়ুন- নতুন নোট নিয়ে কালোবাজারি করছে থানাগুলি, চাঞ্চল্যকর অভিযোগ
সম্প্রতি, একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত পাকিস্তানের গজিয়ে ওঠা বব্বর খালসা, খালিস্তান জিন্দাবাদ ফোর্স, ইন্ডিয়ান মুজাহিদিন সহ বেশ কয়েকটি জঙ্গি সংগঠন ISI-এর সঙ্গে দফায় দফায় বৈঠকে বসেছিল। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় ভারতীয় জাল টাকা ছাপিয়ে তা ভারতে ছড়িয়ে দিতে হবে। আর এর সাহাজ্যেই ভারতের অর্থনীতিতে আঘাত হানতে হবে। ঘটনাচক্রে পাকিস্তানে তৈরি জাল টাকা তৈরির ক্ষেত্রে কোড ওয়ার্ড হল 'RBI'।
গোয়েন্দারা তদন্তে নেমে জানতে পেরেছে ISI-কে প্রতি ১০০০ টাকার জাল নোটের জন্য ৩০০ টাকা করে কমিশন দেওয়া হয় জঙ্গিদের কাছ থেকে।
বর্তমানে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে দেওয়ার ফলে সমস্যায় পড়েছে ISI সহ জঙ্গি সংগঠনগুলি।