"ক্যাশলেসের নামে মোদী সরকার বেসলেস হয়ে গিয়েছে", মোদীর নোট বাতিল সিদ্ধান্তকে তীব্র কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের

Updated By: Dec 27, 2016, 04:12 PM IST
"ক্যাশলেসের নামে মোদী সরকার বেসলেস হয়ে গিয়েছে", মোদীর নোট বাতিল সিদ্ধান্তকে তীব্র কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের

ওয়েব ডেস্ক: কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী এবং বঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একই মঞ্চ থেকে দাবি করলেন, "পদত্যাগ করুন প্রধানমন্ত্রী"। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর ডাকে সাড়া দিয়ে সোমবারই দিল্লি পৌঁছে ছিলেন বাংলার অগ্নিকন্যা তথা 'কট্টর মোদী বিরোধী মুখ' মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কংগ্রেসের ডাকা সরকার বিরোধী রাজনৈতিক দগুলোর বৈঠকে সামিল হয়ে ফের একবার খড়্গহস্ত তৃণমূল নেত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, "মোদী জি বলেছিলেন সুদিন আসবে। এটাই কি তাঁর সুদিনের নমুনা?" মোদী বিরোধীতার সুর আরও চড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা যায় নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে তীব্র কটাক্ষ। "ক্যাশলেসের নামে মোদী সরকার বেসলেস হয়ে গিয়েছে", নোট বাতিলের সিদ্ধান্তকে কটাক্ষ করে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

 

 

 

 

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যের ঝাঁজ বাড়িয়ে এও বলেন, "নোট বাতিল স্বাধীনোত্তর ভারতের সবথেকে বড় দুর্নীতি"। 

 

তৃণমূল নেত্রীর বক্তব্যের যোগ্য সঙ্গত হিসেবে রাহুল গান্ধী জুড়ে দেন এই প্রশ্ন, "প্রধানমন্ত্রী কে অবশ্যই বলতে হবে, এই নোট বাতিলের সিদ্ধান্তের আসল লক্ষ্য কী?"   

 

.