জমি বিলের বিরোধিতায় কোমর বেধে নামল কংগ্রেস, লাঠির আঘাতে খেয়েও ময়দান ছাড়লেন না কর্মীরা
জমি অধিগ্রহণ বিলের বিরোধিতায় আজ রাস্তায় নামল কংগ্রেস। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ব্যাপক লাঠি চার্জ করে পুলিস। লাঠিচার্জে আহত হয়েছেন বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ব্যবহার করে পুলিস। আজ যন্তরমন্তরের সামনে বিক্ষোভ দেখান আনন্দ শর্মা, জয়রাম রমেশ, সচিন পাইলট সহ কংগ্রেস ও যুব কংগ্রেসের নেতা কর্মীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কৃষক বিরোধী বলে স্লোগান ওঠে মিছিলে।
ওয়েব ডেস্ক: জমি অধিগ্রহণ বিলের বিরোধিতায় আজ রাস্তায় নামল কংগ্রেস। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ব্যাপক লাঠি চার্জ করে পুলিস। লাঠিচার্জে আহত হয়েছেন বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ব্যবহার করে পুলিস। আজ যন্তরমন্তরের সামনে বিক্ষোভ দেখান আনন্দ শর্মা, জয়রাম রমেশ, সচিন পাইলট সহ কংগ্রেস ও যুব কংগ্রেসের নেতা কর্মীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কৃষক বিরোধী বলে স্লোগান ওঠে মিছিলে।
শুধু দিল্লিতেই নয় লখনউ, রায়পুর সহ উত্তর ভারতের বিভিন্ন অংশে কংগ্রেস কর্মীরা এদিন বিক্ষোভে নামেন। মুম্বইয়ে রাহুল গান্ধীর সমর্থনে মিছিল করেন কংগ্রেস কর্মীরা।