রাজধানীতে কলার ক্যাবে ধর্ষণ, কবে শুধরবে দিল্লি?

শুক্রবার রাতে রাজধানী দিল্লিতে ল্যাক্সারি কলার ক্যাবে মহিলার ধর্ষণের ঘটনা কতগুলো গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে। UBER, এই সংস্থার App cab-এর হয়ে ট্যাক্সি চালাত অভিযুক্ত। এই সংস্থাটি বিশ্বের বহু শহরে ল্যাক্সারি ট্যাক্সি পরিষেবা দেয়। সেই ট্যাক্সিতেই ঘটে ধর্ষণের ঘটনা।

Updated By: Dec 7, 2014, 12:47 PM IST
রাজধানীতে কলার ক্যাবে ধর্ষণ, কবে শুধরবে দিল্লি?

নয়াদিল্লি: শুক্রবার রাতে রাজধানী দিল্লিতে ল্যাক্সারি কলার ক্যাবে মহিলার ধর্ষণের ঘটনা কতগুলো গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে। UBER, এই সংস্থার App cab-এর হয়ে ট্যাক্সি চালাত অভিযুক্ত। এই সংস্থাটি বিশ্বের বহু শহরে ল্যাক্সারি ট্যাক্সি পরিষেবা দেয়। সেই ট্যাক্সিতেই ঘটে ধর্ষণের ঘটনা।

কিন্তু প্রশ্ন, এই ধরণের সংস্থায় যাদের নিয়োগ করা হয়। তাদের সম্পর্কে বিস্তারিত কেন জেনে নেওয়া হয় না? দিল্লি পুলিস জানিয়েছে শুক্রবার ঘটনা ঘটার পর ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও, এখনও অপরাধীর নাগাল পাওয়া যায়নি।

 এদিনের ঘটনাতেও ২৭ বছরের মহিলা বন্ধুর সঙ্গেই ট্যাক্সিতে উঠেছিল।

যদিও এই ঘটনার UBE দিল্লির পক্ষ থেকে টুইট করে ক্ষমা চাওয়া হয়েছে,

 

 অফিস সেরে বাড়ি ফেরার পথে ধর্ষনের শিকার হলেন এক তরুণী। গত শুক্রবার দিল্লির বসন্ত বিহার থেকে ট্যাক্সিতে ওঠেন ওই তরুণী। সে সময় ট্যাক্সিতেই ঘুমিয়ে পড়েন তিনি। সুযোগ বুঝে অন্য পথে ট্যাক্সিটি ঘুরিয়ে নিয়ে যায় চালক। নির্জন জায়গায় মহিলাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। অভিযোগ বাধা দেওয়ার চেষ্টা করলে মহিলাকে মারধরও করে ট্যাক্সিচালক। পুলিসে অভিযোগ করলে মহিলাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়। ঘটনার পর নড়ে চড়ে বসেছে পুলিস প্রশাসন।  অভিযুক্ত ট্যাক্সি চালক পলাতক। তার খোঁজে তল্লাসি শুরু হয়েছে।

 

.