এক মাসের জলের বিল ৫৮,০০০ টাকা! মুখ্যমন্ত্রীকে টুইট করলেন আম আদমি
ওয়েব ডেস্ক: এখন কলকাতার বাজারে ১০ গ্রাম সোনার দাম আনুমানিক ২৫ হাজার টাকা। ১ সেন্ট হীরের দাম আনুমানিক ২০০০ টাকা। এক বোতল বিশুদ্ধ জলের দাম ১৫ টাকা (এক লিটার)। তাহলে এক ফোঁটা জলের দাম কত? দেশের রাজধানীতে এই এক ফোটা জলের দাম কত হতে পারে? বিশ্বের যে কোনও অর্থনীতিবিদ থেকে অ্যাকাউন্টেট এই সহজ প্রশ্নের জটিল উত্তর দিতে হলে মাথা চুলকোতে হবে সবাই কেই। আর যদি প্রশ্ন হয়, দুই কামরার ফ্ল্যাটে, একা এক মহিলার কত পরিমাণ জল ব্যবহার করলে একমাসে ৫৮ হাজার টাকা জলের বিল আসতে পারে! উত্তরটা সহজ, একটা গণ্ডগোল পেকেছে।
হ্যাঁ, বিলে গণ্ডগোল পেকেছে এক দিল্লিবাসীর। রেগে সোজা মুখ্যমন্ত্রীকে বিলের ছবি সহ টুইট করলেন আম আদমি। ভুল বুঝতে পেরে সারাও দিয়েছে সরকার। দিল্লির আম আদমি সরকারের মন্ত্রী কপিল মিশ্রের কথা মত ২ দিনের মধ্যেই টাকা ফেরত পান অভিযোগকারী লেহের শেঠি।
Is this even possible? The Water Bill of my house is 58042/- @KapilMishraAAP @ArvindKejriwal Bill paid! Pls help! pic.twitter.com/tANTboI70N
— Leher Sethi (@hileher) April 19, 2016