Delhi Liquor Scam: গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ মণীশ সিসোদিয়া

২০২১ সালে ১৬ নভেম্বর নয়া আবগারি নীতি আনে দিল্লি সরকার। মদ কেনাবেচার পদ্ধতিতে বদল করা হয়। নতুন আবগারি নীতিতে সরকারি মদের দোকানগুলি বন্ধ করে বেসরকারি মদের দোকানগুলিকে মদ বিক্রির অনুমতি দেওয়ার কথা বলা হয়। 

Updated By: Feb 28, 2023, 11:44 AM IST
Delhi Liquor Scam: গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ মণীশ সিসোদিয়া
নিজের ঘর গোছানোর চেষ্টা করছেন মণীশ সিসোদিয়া।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সিবিআই-এর (CBI) গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানালেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia)। মঙ্গলবার সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হলেন আম আদমি পার্টির (Aam Aadmi Party) এই শীর্ষ নেতা। দিল্লিতে (Delhi) আবগারি দুর্নীতি মামলায় রবিবার উপমুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছিল সিবিআই। সোমবার আদালতে হাজির করানো হয় সিসোদিয়াকে। তাঁকে ৫ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। 

অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) ক্যাবিনেটে দিল্লির উপমুখ্যমন্ত্রী পদে রয়েছেন মণীশ সিসোদিয়া। সঙ্গে রাজ্যের শিক্ষা এবং অর্থ মন্ত্রকের দায়িত্বও রয়েছে তাঁর কাঁধে। এহেন শীর্ষ নেতার গ্রেফতারিকে 'নোংরা রাজনীতি' বলে আগেই সরব হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। ‘রাজনৈতিক প্রতিহিংসার’ কারণেই সিসৌদিয়াকে গ্রেফতার করা হয়েছে বলে সরব হয়েছে আম আদমি পার্টি। এমনকি, এই গ্রেফতারির জন্য প্রধানমন্ত্রী (Prime Minster Of India) নরেন্দ্র মোদীর (Narendra Modi) দিকেই আঙুল তুলেছে আম আদমি পার্টি। যদিও আপের এই দাবি উড়িয়েছে বিজেপি। 

আরও পড়ুন- Exit Polls in Tripura-Meghalaya-Nagaland: ত্রিপুরা-নাগাল্যান্ডে ক্ষমতায় এনডিএ, মেঘালয়ে ভালো ফল তৃণমূলের, বলছে বুথফেরত সমীক্ষা

আরও পড়ুন- German Chancellor Enjoying a Cup of Tea: দিল্লির রাস্তায় দাঁড়িয়ে হঠাৎ চা খেলেন কেন জার্মান চ্যান্সেলর?

সোমবার আদালতে সিবিআই দাবি করেছে, তাদের বেশ কিছু প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন সিসোদিয়া। আবগারি নীতির প্রথম খসড়ার অন্তত ৬টি বিষয়ের ব্যাখ্যা তিনি দিতে পারেননি। সিবিআইয়ের দাবি, পানীয় বিক্রয়কারী সংস্থাগুলির স্বার্থেই আবগারি নীতির খসড়ায় বদল আনা হয়েছিল। তার বিনিময়ে ১০০ কোটি টাকা নেওয়া হয়েছিল। সিবিআই আরও দাবি করেছে, সিসোদিয়া কম্পিউটার থেকে আবগারি নীতির খসড়ার একটি নোট মিলেছে। তদন্তকারীদের অভিযোগ, আবগারি কমিশনারকে ওই নোট দিয়েছিলেন সিসোদিয়া। যদিও এর সঙ্গে আইনি উপদেষ্টাদের যে পরামর্শ ছিল, সেই অংশ বাদ দিয়েছিলেন।

২০২১ সালে ১৬ নভেম্বর নয়া আবগারি নীতি আনে দিল্লি সরকার। মদ কেনাবেচার পদ্ধতিতে বদল করা হয়। নতুন আবগারি নীতিতে সরকারি মদের দোকানগুলি বন্ধ করে বেসরকারি মদের দোকানগুলিকে মদ বিক্রির অনুমতি দেওয়ার কথা বলা হয়। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.