বুধবার জমা পড়বে দিল্লি কাণ্ডের চার্জশিট

দিল্লি কাণ্ডের প্রায় এক হাজার পাতার চার্জশিটে ৩০ জন প্রত্যক্ষদর্শীর নাম উল্লেখ করা হয়েছে। তার মধ্যে রয়েছেন ২৩ বছরের ওই তরুণীর বন্ধুও যিনি সেদিন দুষ্কৃতিদের হাতে নিগৃহীত হয়েছেন। এছাড়াও সেই রাতে যে ব্যক্তিকে দুষ্কৃতিরা লুঠ করে প্রত্যক্ষদর্শী হিসেবে তাঁর নামও রয়েছে চার্জশিটে। এছাড়াও সেই রাতে অভিযোগ গ্রহণকারী পুলিস অফিসার, সফদরজং ও সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ডাক্তাররাও রয়েছেন প্রত্যক্ষদর্শী হিসেবে রয়েছেন। সূত্রে খবর, আগামী বুধবার এই চার্জশিট পেশ করা হবে। আজই ১৬ তারিখের ঘটনার ফরেন্সিক ও ডিএনএ রিপোর্ট জমা পড়ার কথা। এই রিপোর্টেই ধৃত দুষ্কৃতীদের ঘটনাস্থলে উপস্থিতির প্রমাণ মিলবে বলে মনে করছে পুলিস।

Updated By: Dec 31, 2012, 06:24 PM IST

দিল্লি কাণ্ডের প্রায় এক হাজার পাতার চার্জশিটে ৩০ জন প্রত্যক্ষদর্শীর নাম উল্লেখ করা হয়েছে। তার মধ্যে রয়েছেন ২৩ বছরের ওই তরুণীর বন্ধুও যিনি সেদিন দুষ্কৃতিদের হাতে নিগৃহীত হয়েছেন। এছাড়াও সেই রাতে যে ব্যক্তিকে দুষ্কৃতিরা লুঠ করে প্রত্যক্ষদর্শী হিসেবে তাঁর নামও রয়েছে চার্জশিটে। এছাড়াও সেই রাতে অভিযোগ গ্রহণকারী পুলিস অফিসার, সফদরজং ও সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ডাক্তাররাও রয়েছেন প্রত্যক্ষদর্শী হিসেবে রয়েছেন। সূত্রে খবর, আগামী বুধবার এই চার্জশিট পেশ করা হবে। আজই ১৬ তারিখের ঘটনার ফরেন্সিক ও ডিএনএ রিপোর্ট জমা পড়ার কথা। এই রিপোর্টেই ধৃত দুষ্কৃতীদের ঘটনাস্থলে উপস্থিতির প্রমাণ মিলবে বলে মনে করছে পুলিস।
তেরো দিনের লড়াইএর পর গত শনিবারই মারা গিয়েছেন দিল্লিতে ধর্ষিতা ২৩ বছরের ওই তরুণী। তাঁর মৃত্যুর পর রাম সিং, তার ভাই মুকেশ, পবন, বিনয়, অক্ষয় ঠাকুর ও জনৈক রাজু নামের ধৃত ওই ছয় দুষ্কৃতির বিরুদ্ধে খুনের চার্জ ও গঠন করা হয়েছে। এছাড়াও ধর্ষণ, অপহরণ, নজির বিহীন অপরাধ সহ একাধিক অপরাধে চার্জ দেওয়া হয়েছে।

.