সুনন্দা পুষ্কর হত্যা রহস্য-শশী থারুরকে দীর্ঘক্ষণ জেরা পুলিসের

Updated By: Jan 19, 2015, 10:24 PM IST
সুনন্দা পুষ্কর হত্যা রহস্য-শশী থারুরকে দীর্ঘক্ষণ জেরা পুলিসের

 

ওয়েব ডেস্ক: পুলিসি জেরা এড়াতে পারলেন না শশী থারুর। বসন্ত বিহার থানায় ডেকে তাঁকে এখন জিজ্ঞাসাবাদ করছে দিল্লি পুলিস। সুনন্দা পুষ্কর হত্যা রহস্যের জট কাটাতে তাঁকে জেরা করা হচ্ছে । আজ রাত আটটা নাগাদ দিল্লির বসন্ত বিহার থানায় তাঁর জেরা শুরু হয়।

পুলিস সূত্রে খবর, এই হত্যাকাণ্ডে প্রাক্তন মন্ত্রী মণীশ তিওয়ারিকেও জেরা করা হতে পারে। গত বছর পনেরই জানুয়ারি তিরুবনন্তপুরম থেকে দিল্লি ফেরার পথে থারুর-সুনন্দার সঙ্গে একই ফ্লাইটে ছিলেন তত্‍কালীন কেন্দ্রীয়  মন্ত্রী মণীশ তিওয়ারি।

বিমানে থারুর ও সুনন্দার মধ্যে তীব্র বাদানুবাদ হয় বলে জানিয়েছেন অনেক প্রত্যক্ষদর্শী। সেই বিষয়ে মণীশ কিছু জানেন কিনা, এ সম্পর্কে তাঁকে প্রশ্নের মুখে পড়তে হতে পারে।

.