ফাস্টট্র্যাক কোর্টে শুরু দিল্লি ধর্ষণ কাণ্ডের শুনানি
দিল্লি গণধর্ষণকাণ্ডের শুনানি শুরু হল ফাস্টট্র্যাক কোর্টে। সোমবার অভিযুক্তদের পক্ষে সওয়াল করেন তাঁদের আইনজীবীরা। এই মামলাটিকে ফাস্ট ট্রাক কোর্টে নিয়ে যাওয়ার জন্য সারা দেশ জুড়ে আন্দোলন শুরু হয়েছিল। ছয় অভিযুক্তের মধ্যে পাঁচ জনের বিরুদ্ধে গণধর্ষণ ও খুনের মামলার শুনানি হবে নমৃতা আগরওয়ালের এজলাসে।
দিল্লি গণধর্ষণকাণ্ডের শুনানি শুরু হল ফাস্টট্র্যাক কোর্টে। সোমবার অভিযুক্তদের পক্ষে সওয়াল করেন তাঁদের আইনজীবীরা। এই মামলাটিকে ফাস্ট ট্রাক কোর্টে নিয়ে যাওয়ার জন্য সারা দেশ জুড়ে আন্দোলন শুরু হয়েছিল। ছয় অভিযুক্তের মধ্যে পাঁচ জনের বিরুদ্ধে গণধর্ষণ ও খুনের মামলার শুনানি হবে নমৃতা আগরওয়ালের এজলাসে।
অন্য অভিযুক্তের শুনানি হবে জুভেলাইন জাস্টিস বোর্ডে। গত ষোলই ডিসেম্বর রাতে দিল্লিতে চলন্ত বাসের মধ্যে গণধর্ষণের ঘটনা ঘটেছিল। গুরুতর জখম ওই তরুনীকে সিঙ্গাপুরের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। উনত্রিশ তারিখ রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়।