আজ সম্ভবত দিল্লিতে মুখ্যমন্ত্রীপদপ্রার্থী রূপে কিরণ বেদীর নাম ঘোষণা করবে বিজেপি
আজ দিল্লিতে বিজেপির সংসদীয় দলের বৈঠক। এই বৈঠক থেকেই দলের শীর্ষ নেতারা সম্ভবত দিল্লিতে মুখ্যমন্ত্রীপদপ্রার্থীর নাম ঘোষণা করবেন।
নয়া দিল্লি: আজ দিল্লিতে বিজেপির সংসদীয় দলের বৈঠক। এই বৈঠক থেকেই দলের শীর্ষ নেতারা সম্ভবত দিল্লিতে মুখ্যমন্ত্রীপদপ্রার্থীর নাম ঘোষণা করবেন।
দিল্লিতে কেজরিওয়ালের বিপক্ষে প্রাক্তন আইপিএস অফিসার কিরণ বেদীকে মুখ্যমন্ত্রীপদপ্রার্থী হিসাবে দাঁড় করাতে চাইছে, কিরণ বেদীর বিজেপিতে যোগদানের পর থেকেই এই নিয়ে জল্পনা তুঙ্গে। আজই সম্ভবত, তাঁর নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবে বিজেপি।
সংবাদসংস্থা পিটিআই-কে স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ''এখনও এই নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সংসদীয় বোর্ড অন্তিম সিদ্ধান্ত নেবে।''
আগামী ৭ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন।
বৃহস্পতিবার বিজেপিতে যোগদানের পরেই মুখ্যমন্ত্রীপদপ্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন কিরণ বেদী।