'বিজেপিকে জেতান; শাহিনবাগের মতো ঘটনা হতে দেব না'

রবিবার রাজধানীর বদরপুরে এক নির্বাচনী জনসভা করেন অমিত শাহ। সেখানে তিনি বলেন, ৮ ফেব্রুয়ারি আপনারা যদি বিজেপি প্রার্থীদের ভোট দেন তাহলে সেই ভোট দেওয়া হবে দেশের নিরাপত্তার পক্ষে

Updated By: Jan 26, 2020, 11:02 PM IST
'বিজেপিকে জেতান; শাহিনবাগের মতো ঘটনা হতে দেব না'

নিজস্ব প্রতিবেদন: দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে আম আদমি পার্টি ও শাহিনবাগে সিএএ বিরোধীদের তুলোধনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।  তাঁর সাফ কথা, বিজেপিকে ভোট দিন শাহিনবাদের মতো ঘটনা ঘটবে না। দিল্লি নিরাপদে থাকবে।

আরও পড়ুন-বিরোধীরা ছন্নছাড়া হলে সরকারকে থামাবে কে!, জয়পুরে সরব নোবেলজয়ী অভিজিত্ বন্দ্যোপাধ্যায়

রবিবার রাজধানীর বদরপুরে এক নির্বাচনী জনসভা করেন অমিত শাহ। সেখানে তিনি বলেন, ৮ ফেব্রুয়ারি আপনারা যদি বিজেপি প্রার্থীদের ভোট দেন তাহলে সেই ভোট দেওয়া হবে দেশের নিরাপত্তার পক্ষে।  দিল্লিকে আমরা নিরাপদ রাখব। শাহিনবাগের মতো ঘটনা আর ঘটবে না। ভোট দেওয়ার সময়ে এতটাই রাগের সঙ্গে বাটন টিপুন যাতে কারেন্টের শক গিয়ে লাগে শাহিনবাগে।

আরও পড়ুন-দেশে এই প্রথম, প্রজাতন্ত্র দিবসে কেরলের সব মসজিদে উড়ল তেরঙ্গা

অন্যদিকে, প্যাটেল নগরের এক সভায়  শাহ বলেন, কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপের সময়ে বিরোধীরা রে রে করে তেড়ে এসেছিল। বিরোধিতা করেছিলেন সোনিয়া, রাহুল গান্ধী, মমতা, মায়াবতীরা। ওরা ভোটব্যাঙ্কের রাজনীতি করেন।ওরা আতঙ্কিত।  জেএনইউতে যারা দেশবিরোধী স্লোগান দিয়েছিল তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি দিল্লি সরকার।  প্রশ্ন করুন কেন তা নেওয়া হয়নি।

.