Delhi: সিগারেট জ্বালাতে দুই কিশোরকে দেশলাই দিতে অস্বীকার, ছুরির আঘাতে মৃত ১
পুলিস জানিয়েছে, শনিবার তিমারপুর থানায় একটি ছুরির আঘাতের ঘটনার বিষয়ে একটি পিসিআর কল আসে। পুলিসের ডেপুটি কমিশনার (উত্তর) এম কে মীনা বলেন, ‘ঘটনাস্থলে পৌঁছে পুলিসের একটি দল দেখতে পায় যে একটি অটোরিকশার ভেতরে ও চারপাশে রক্তে ভোরে রয়েছে’।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্তর দিল্লির তিমারপুর এলাকা এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছে। জানা গিয়েছে দুই নাবালককে সিগারেট জ্বালানর জন্য দেশলাই দিতে অস্বীকার করে এক ব্যক্তি। এরপরেই ওই দুই নাবালক তাঁকে ছুরি মেরে হত্যা করেছে।
পুলিস ঘটনাস্থলে পৌঁছানোর সময় ভিকটিমকে হিন্দু রাও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অভিযুক্ত দুই কিশোরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিস।
আরও পড়ুন: Noida: জলকেলিতে মত্ত যুবকের হঠাৎ মৃত্যু! কী করে?
পুলিস জানিয়েছে, শনিবার তিমারপুর থানায় একটি ছুরির আঘাতের ঘটনার বিষয়ে একটি পিসিআর কল আসে। পুলিসের ডেপুটি কমিশনার (উত্তর) এম কে মীনা বলেন, ‘ঘটনাস্থলে পৌঁছে পুলিসের একটি দল দেখতে পায় যে একটি অটোরিকশার ভেতরে ও চারপাশে রক্তে ভোরে রয়েছে’।
হাসপাতালে পৌঁছানোর পরে, সেই দলকে জানানো হয়েছিল যে ডাক্তাররা আক্রান্ত ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেছেন। ডিসিপি এই কথা জানিয়েছেন। তিনি আরও বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং একজন প্রত্যক্ষদর্শীর বক্তব্য রেকর্ড করা হয়েছে।
অপরাধের এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার পর, পুলিস দুই কিশোরকে খুঁজে বের করে এবং রবিবার তাদের গ্রেফতার করে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, গ্রেফতার হওয়া কিশোরদের একজন এর আগে আরেকটি জঘন্য অপরাধে জড়িত ছিল।
জিজ্ঞাসাবাদে, দুই ছেলে জানিয়েছে যে তাদের মধ্যে একজন ভিকটিমের কাছে সিগারেটের জন্য একটি দেশলাই দিতে বলেছিল কিন্তু সে তা করতে অস্বীকার করেছিল, যার ফলে তাঁদের মধ্যে ঝগড়া হয়।
তর্ক বাড়ার পরেই একজন কিশোর ছুরি দিয়ে নিহত ওই ব্যক্তির উপর হামলা চালায় এবং দুজনেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে ডিসিপি জানিয়েছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)