প্রতিরক্ষা এবং অ্যাটোমিক ল্যাবকেও কাজে লাগানো হবে করোনা প্রতিষেধক তৈরিতে

শনিবার বৈঠক বসে নীতি আয়োগের সদস্য ডক্টর বিনোদ পাল, কেন্দ্রের বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা প্রধান কে বিজয়রাঘবনের নেতৃত্বাধীন কোভিড-১৯ মোকাবিলা কমিটি

Updated By: Mar 23, 2020, 10:30 AM IST
প্রতিরক্ষা এবং অ্যাটোমিক ল্যাবকেও কাজে লাগানো হবে করোনা প্রতিষেধক তৈরিতে
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: এবার করোনা মোকাবিলায় দেশের প্রতিরক্ষা এবং অ্যাটোমিক গবেষণা ল্যাবরেটরিকেও ময়দানে নামানোর পরিকল্পনা চলছে। কোভিড-১৯ গবেষণায় হাত লাগিয়েছে দেশের সব বায়োটেকনলজি, সায়েন্স অ্যান্ড টেকনলজি রিসার্চ ইনস্টিটিউটগুলি। সূত্রের খবর, কেন্দ্রের কোভিড-১৯ মোকাবিলা কমিটির নির্দেশিকা, দেশের সব ল্যাবকে করোনা গবেষণায় কাজে লাগাতে হবে। স্বাধীনভাবে গবেষণার অনুমতি দেওয়া হয়েছে।

শনিবার বৈঠক বসে নীতি আয়োগের সদস্য ডক্টর বিনোদ পাল, কেন্দ্রের বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা প্রধান কে বিজয়রাঘবনের নেতৃত্বাধীন কোভিড-১৯ মোকাবিলা কমিটি। সিদ্ধান্ত হয় দেশের সব বৈজ্ঞানিক ল্যাবকে করোনা গবেষণায় কাজে লাগানো। তবে, ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর প্রোটোকল এবং নিয়মেই গবেষণা করবে সে সব সংস্থা।

আরও পড়ুন- ‘লকডাউন’ শেয়ার বাজারও, করোনার আতঙ্কে ‘সেনসলেস’ সেনসেক্স, নিফটি ৮ হাজারের নীচে

ইতিমধ্যে পুনের ন্যাশনাল ইন্সটিটিউট অব ভাইরোলজি করোনা ভাইরাসের জেনম নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে। করোনার প্রতিষেধক গবেষণায় ভারত বিশ্বের মধ্যে পঞ্চমতম দেশ। বেসরকারি ল্যাবগুলিকেও ওই গবেষণার শরিক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

.