উত্তরভারতে ঘন কুয়াশা, ভোগান্তি ট্রেন ও বিমানে

উত্তরভারত জুড়ে ঘন কুয়াশার চাদর। বিপর্যস্ত ট্রেন পরিষেবা। কোনও ট্রেন বাতিল করতে হয়েছে। কিছু ট্রেনের বদলেছে সময়সূচি, আবার কোনও ট্রেনের বদলাতে হয়েছে রুট। দুর্ভোগে পড়েছেন হাওড়ায় অপেক্ষারত দূরপাল্লার যাত্রীরা।

Updated By: Dec 3, 2016, 10:30 PM IST
উত্তরভারতে ঘন কুয়াশা, ভোগান্তি ট্রেন ও বিমানে

ওয়েব ডেস্ক: উত্তরভারত জুড়ে ঘন কুয়াশার চাদর। বিপর্যস্ত ট্রেন পরিষেবা। কোনও ট্রেন বাতিল করতে হয়েছে। কিছু ট্রেনের বদলেছে সময়সূচি, আবার কোনও ট্রেনের বদলাতে হয়েছে রুট। দুর্ভোগে পড়েছেন হাওড়ায় অপেক্ষারত দূরপাল্লার যাত্রীরা।
 
একহাত দূরের ছবিটাও বড়ই অস্পষ্ট। গোটা উত্তর ভারতজুড়ে এখন এই ঘন কুয়াশার জাল। দৃশ্যমানতা কম থাকায় দূরপাল্লার সব ট্রেনই চলছে খব ধীর গতিতে। দুর্ভোগে পড়েছেন হাওড়ায় ফেরা যাত্রীরা।

একাশিটি ট্রেন দেরিতে চলছে বলে খবর। বাতিল করতে হয়েছে তেরোটি ট্রেন। চল্লিশটি ট্রেনের সময়সূচি বদল করা হয়েছে। দেখে নেওয়া যাক কোন কোন ট্রেন দেরিতে চলছে-

  • যোধপুর এক্সপ্রেস
  • কালকা মেল এক্সপ্রেস
  • মুম্বই মেল ভায়া এলাহাবাদ এক্সপ্রেস
  • অমৃতসর মেল
  • পূর্বা এক্সপ্রেস
  • হিমগিরি এক্সপ্রেস
  • রাজধানী ভায়া পটনা

আরও পড়ুন- ১০০০ টাকার নোট কি তবে ফের আসতে চলেছে বাজারে?
 

দেরিতে চলছে

  • আপ যোধপুর এক্সপ্রেস
  • আপ কালকা মেল
  • আপ অমৃতসর মেল

কুয়াশায় মুখ ঢেকেছে রাজধানী দিল্লিও। ব্যাহত জনজীবন। সড়ক, রেল, বিমান পরিষেবা কার্যত বিপর্যস্ত। দৃশ্যমানতা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম।

কুয়াশায় উড়ান বিভ্রাট

নটি ইন্টারন্যাশনাল এবং চারটি ডোমেস্টিক ফ্লাইটের ছাড়ার সময় পিছিয়ে দিতে হয়েছে।
বাতিলই করে দিতে হয়েছে দিল্লি-লখনউ ফ্লাইট।
কলকাতা থেকে দিল্লিগামী ৩ টি বিমান দেরিতে ছেড়েছে। প্রভাব পড়েছে রেল পরিষেবাতেও।

আরও পড়ুন- ডেবিট কার্ডের দরকার নেই, অনলাইন লেনদেনের জন্য এটা থাকলেই হবে

বিশেষজ্ঞরা বলছেন ক্রমশ বাড়তে থাকা দূষণের জেরেই ঘন হচ্ছে কুয়াশার চাদর। পাল্টে যাচ্ছে ক্যালেন্ডার। বদলে যাচ্ছে আবহাওয়ার মেজাজ।

.