সুনন্দা পুষ্করের হাতে গভীর কামড়ানোর চিহ্নের কথা প্রকাশিত হল ফরেনসিক রিপোর্টে

ঘোরাল হল সুনন্দা পুষ্কর মৃত্যু রহস্য। কেন্দ্রীয়মন্ত্রী শশী থারুরের স্ত্রীর মৃত্যুর সাম্প্রতিক ফরেনসিক রিপোর্ট অনুযায়ী তাঁর মৃত্যুর আগে ধস্তাধস্তি হওয়ার তথ্য সামনে চলে এল। ফরেনসিক রিপোর্টে সুনন্দার হাতে গভীর কামড়ানোর চিহ্নের কথা উল্লেখ করা হয়েছে। সুত্রে খবর, তাঁর হাত, থুতনি, গলায় অসংখ্য ক্ষত চিহ্ন ধস্তাধস্তির ফলেই হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Updated By: Jan 23, 2014, 11:06 AM IST

ঘোরাল হল সুনন্দা পুষ্কর মৃত্যু রহস্য। কেন্দ্রীয়মন্ত্রী শশী থারুরের স্ত্রীর মৃত্যুর সাম্প্রতিক ফরেনসিক রিপোর্ট অনুযায়ী তাঁর মৃত্যুর আগে ধস্তাধস্তি হওয়ার তথ্য সামনে চলে এল। ফরেনসিক রিপোর্টে সুনন্দার হাতে গভীর কামড়ানোর চিহ্নের কথা উল্লেখ করা হয়েছে। সুত্রে খবর, তাঁর হাত, থুতনি, গলায় অসংখ্য ক্ষত চিহ্ন ধস্তাধস্তির ফলেই হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সুনন্দা পুষ্করের অটোপসি রিপোর্ট অবশ্য বলছে অতিরিক্ত পরিমাণে ওষুধ গ্রহণের মাধ্যকে শরীরে বিষক্রিয়া হয়েই মারা গেছেন তিনি। `ধস্তাধস্তির চিহ্ন` গুলিকে হালকা আঘাত বলেই উল্লেখ করা হয়েছে অটোপসি রিপোর্টে।

যদিও দিল্লি পুলিসকে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট সুনন্দা পুষ্করের মৃত্যু হত্যা না আত্মহত্যা তা নিয়ে তদন্ত করতে নির্দেশ দিয়েছে। ফলে দিল্লি পুলিসের তদন্তে এই ধস্তাধস্তির চিহ্ন প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে।

তদন্তের স্বার্থে সেন্ট্রাল ফরেনসিক সায়ন্স ল্যাবরটারির কাছে সুনন্দা পুষ্করের ভিসেরা রিপোর্ট যত দ্রুত সম্ভব দেওয়ার অনুরোধ করেছে পুলিস।

শরদ পাওয়ারের দল এনসিপি নেতা ডিপি ত্রিপাঠি তদন্ত শেষ হওয়া পর্যন্ত মন্ত্রিত্ব থেকে শশী থারুরের পদত্যাগ দাবি করেছেন। যদিও কংগ্রেসের পক্ষ থেকে কোনও রকম পদত্যাগের ঘটনা অস্বীকার করা হয়েছে।

.