অসহিষ্ণুতা এবং হিংসার জোড়া বিপদ থেকে দেশবাসীকে সতর্ক করলেন রাষ্ট্রপতি

অসহিষ্ণুতা এবং হিংসার জোড়া বিপদ সম্পর্কে দেশবাসীকে সতর্ক করলেন রাষ্ট্রপতি । স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণে প্রণব মুখোপাধ্যায় বলেছেন,প্রাচীন সভ্যতা হলেও ভারত আধুনিক রাষ্ট্র । যার আধুনিক স্বপ্ন রয়েছে । অসহিষ্ণুতা এবং হিংসা গণতন্ত্রের মূলমন্ত্রের প্রতি বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি ।

Updated By: Aug 14, 2014, 10:47 PM IST
অসহিষ্ণুতা এবং হিংসার জোড়া বিপদ থেকে দেশবাসীকে সতর্ক করলেন রাষ্ট্রপতি

ওয়েব ডেস্ক: অসহিষ্ণুতা এবং হিংসার জোড়া বিপদ সম্পর্কে দেশবাসীকে সতর্ক করলেন রাষ্ট্রপতি । স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণে প্রণব মুখোপাধ্যায় বলেছেন,প্রাচীন সভ্যতা হলেও ভারত আধুনিক রাষ্ট্র । যার আধুনিক স্বপ্ন রয়েছে । অসহিষ্ণুতা এবং হিংসা গণতন্ত্রের মূলমন্ত্রের প্রতি বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি ।

রাষ্ট্রপতির জাতির উদ্দেশ্যে ভাষণ:

> এই সময় কাজ করার।

> আমাদের গণতন্ত্র কি বড় বেশি বাহ্যিক শব্দের ভারে ক্লান্ত? আমরা কি নিঃশব্দ ভাবনা, চিন্তার ক্ষমতা হারিয়েছি?

> পরিচ্ছন্ন পরিবেশ পরিস্কার চিন্তাভাবনার জন্ম দেয়। প্রকৃতিকে সযত্নে প্রতিপালন করলে প্রকৃতিও আমাদের প্রতিপালন করবে।

> প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের কর্তব্য নতুন প্রজন্মের মধ্যে মাতৃভূমির প্রতি ভালবাসার সঞ্চারে সাহায্য করা।

> আমাদের দেশ খুব শীঘ্র অর্থনীতিতে আরও বেশি উন্নতি করবে।

> দেশে কর্ম সংস্থান বাড়ছে। যদিও খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি চিন্তার কারণ, গত বছর খাদ্য শস্য উৎপাদনে এ দেশ রেকর্ড তৈরি করেছে। কৃষি ক্ষেত্রে ৪.৭% বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে।

> দারিদ্র দূরীকরণ আমাদের অন্যতম প্রধান কর্তব্য।

> স্বাধীনতা এক ধরণের উৎসব। স্বাতন্ত্য একটি চ্যালেঞ্জ।

.