কবর দিতে গিয়ে কেঁদে উঠল 'মৃত' সদ্যজাত

সবার চোখে তখন জল। মাত্র একদিনের শিশুকে তখন কবর দেওয়া হচ্ছে। তখনই ঘটল এক অবাক কাণ্ড। কিছুটা নড়ে উঠে শিশু চোখ খুলল। ব্যাপরটা তখনও বুঝতে পারা যায়নি। এরপর সেই সদ্যজাত চেঁচিয়ে উঠে কাঁদতে শুরু করে। তত্‍ক্ষণাত্‍ সেই সদ্যজাতকে নিয়ে হাসপাতালে আসে তার পরিবার। এই হাসপাতালের এক ডাক্তারই শিশুটিকে মৃত বলে ঘোষণা করেছিল। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের শিবপুরী জেলায়। এখন তাকে আবার আইসিইউতে রাখা হয়েছে। শিশুটির শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।  

Updated By: Aug 4, 2015, 10:26 AM IST
কবর দিতে গিয়ে কেঁদে উঠল 'মৃত' সদ্যজাত
প্রতীকী ছবি।

ওয়েব ডেস্ক: সবার চোখে তখন জল। মাত্র একদিনের শিশুকে তখন কবর দেওয়া হচ্ছে। তখনই ঘটল এক অবাক কাণ্ড। কিছুটা নড়ে উঠে শিশু চোখ খুলল। ব্যাপরটা তখনও বুঝতে পারা যায়নি। এরপর সেই সদ্যোজাত চেঁচিয়ে উঠে কাঁদতে শুরু করে। তত্‍ক্ষণাত্‍ সেই সদ্যজাতকে নিয়ে হাসপাতালে আসে তার পরিবার। এই হাসপাতালের এক ডাক্তারই শিশুটিকে মৃত বলে ঘোষণা করেছিল। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের শিবপুরী জেলায়। এখন তাকে আবার আইসিইউতে রাখা হয়। শিশুটির শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।  

গতকাল, রবিবার কল্পনা নামের এক যুবতী জন্ম দেয় নতুন প্রাণের। কল্পনার শিশুকে পাঠানো হয় আইসিইউ-তে। ক্রমশই শরীর খারাপ হয়ে যাচ্ছিল শিশুটির। এরপর ডাক্তররা বিশেষ নজর দিতে থাকে সেই শিশুটির। উত্‍কণ্ঠায় তখন আইসিইউয়ের বাইরে রাত জাগছে তার বাবা। অবশেষে আজ, সোমবার ডাক্তাররা জানান শিশুটি মারা গিয়েছে। এরপর তাকে সমাহিত করতে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়েই দেখা যায় সে আসলে মরে যায়নি।

ঘটনার পর ক্ষোভে ফেটে পড়ে শিশুটির পরিবার। গাফলতির জেরেই এই ঘটনা বলে পরিবার জানিয়েছে।  হাসপাতালের পক্ষ থেকে শুধু তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।

.