স্কুলজীবন থেকেই ভারত বিদ্বেষ হেডলির!

স্কুলে পড়ার সময়ই ভারতের প্রতি তার মনে বিদ্বেষ তৈরি হয়। প্রতিশোধ নিতে লস্করে যোগ দেয় সে। আমেরিকা থেকে ভিডিও কনফারেন্সে মুম্বইয়ের আদালতে আজ এ কথা জানাল ডেভিড হেডলি।

Updated By: Mar 25, 2016, 06:05 PM IST
স্কুলজীবন থেকেই ভারত বিদ্বেষ হেডলির!

ওয়েব ডেস্ক : স্কুলে পড়ার সময়ই ভারতের প্রতি তার মনে বিদ্বেষ তৈরি হয়। প্রতিশোধ নিতে লস্করে যোগ দেয় সে। আমেরিকা থেকে ভিডিও কনফারেন্সে মুম্বইয়ের আদালতে আজ এ কথা জানাল ডেভিড হেডলি।

হেডলির দাবি, ১৯৭১-এর যুদ্ধে ভারতীয় বায়ুসেনার বোমাবর্ষণে গুঁড়িয়ে যায় তার স্কুল। তখন তার বয়স ১১। সেই থেকেই ভারতের ক্ষতি করার চিন্তা তার মাথায় ঢুকে যায় বলে জানিয়েছে হেডলি।

হেডলির বাবা ছিলেন রেডিও পাকিস্তানের ডিরেক্টর জেনারেল। বাবার মৃত্যুর সময় প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি তাদের বাড়ি গিয়েছিলেন বলেও জানিয়েছে হেডলি। 

.