৭২ বছর বয়সে মা হলেন পঞ্জাবের বৃদ্ধা
১৯৭০ সালে চার হাত এক হয়েছিল অমৃতসরের মহিন্দর সিং গিল ও দলজিন্দর কউরের। বিয়ের কিছু পর থেকেই আর পাঁচটা সাধারণ দম্পতির মতো মা-বাবা হওয়ার স্বপ্ন দেখতে থাকে মহিন্দর ও দলজিত। কিন্তু হাজার চেষ্টা করেও সে স্বপ্ন সত্যি হয়নি। তাই বলে হাল ছাড়েনি এই দম্পতি। যৌবন শেষ করে বার্ধক্যে পা দিয়েছে্ন। তবুও মা হওয়ার সাধ মনে বাঁচিয়ে রেখেছিল দলজিন্দর। আত্মীয়-স্বজন্দের নানা ব্যঙ্গ বিদ্রুপ সত্ত্বেও প্রতিনিয়ত লড়াই করে গিয়েছেন একটা সন্তানের জন্য। অবশেষে সে লড়াইয়ে তাঁরা সফল। ৭২ বছর বয়সে এসে মা হলেন দলজিন্দর।
ওয়েব ডেস্ক: ১৯৭০ সালে চার হাত এক হয়েছিল অমৃতসরের মহিন্দর সিং গিল ও দলজিন্দর কউরের। বিয়ের কিছু পর থেকেই আর পাঁচটা সাধারণ দম্পতির মতো মা-বাবা হওয়ার স্বপ্ন দেখতে থাকে মহিন্দর ও দলজিত। কিন্তু হাজার চেষ্টা করেও সে স্বপ্ন সত্যি হয়নি। তাই বলে হাল ছাড়েনি এই দম্পতি। যৌবন শেষ করে বার্ধক্যে পা দিয়েছে্ন। তবুও মা হওয়ার সাধ মনে বাঁচিয়ে রেখেছিল দলজিন্দর। আত্মীয়-স্বজন্দের নানা ব্যঙ্গ বিদ্রুপ সত্ত্বেও প্রতিনিয়ত লড়াই করে গিয়েছেন একটা সন্তানের জন্য। অবশেষে সে লড়াইয়ে তাঁরা সফল। ৭২ বছর বয়সে এসে মা হলেন দলজিন্দর।
গত দু'বছর ধরে আইভিএফের দ্বারস্থ হয়েছিলেন এই দম্পতি। কিন্তু সেখানেও সাফল্য মিলছিল না। দলজিন্দরের বয়সের জন্য দু'বার ব্যর্থ হয় আইভিএফও। তৃতীয়বারে সফল হন মহিন্দর ও দলজিন্দর। টেস্ট টিউবের মধ্যে বাড়তে থাকে তাদের সন্তান। এই মাসেই এক ফুটফুটে পুত্র সন্তানের মা হয়েছেন দলজিন্দর। দীর্ঘ ৪৬ বছরের অপেক্ষা শেষ। সদ্য মা হওয়া দলজিন্দর তাই বলছেন, 'ভগবাল কে ঘর পে দের হ্যায় পর অন্ধের নেহি'।