কালমাদির বিরুদ্ধে চার্জ গঠন করল সিবিআই আদালত

কমনওয়েলথ দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন কমিটি প্রধান সুরেশ কালমাদি সহ আরও ৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তাঁদের বিরুদ্ধে প্রতারণা, ষড়যন্ত্র, পদের অবমাননা এবং ক্রীড়া সংক্রান্ত দুর্নীতির জেরে ৯০ কোটি টাকা তছরুপের অভিযোগ আনা হয়েছে।

Updated By: Feb 4, 2013, 01:12 PM IST

কমনওয়েলথ দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন কমিটি প্রধান সুরেশ কালমাদি সহ আরও ৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তাঁদের বিরুদ্ধে প্রতারণা, ষড়যন্ত্র, পদের অবমাননা এবং ক্রীড়া সংক্রান্ত দুর্নীতির জেরে ৯০ কোটি টাকা তছরুপের অভিযোগ আনা হয়েছে।
দিল্লি কমনওয়েলথ গেমস শেষ হওয়ায় প্রায় ২ বছর পর অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন করা হল। চার্জ গঠনের পর মামলার বিচার শুরু হবে। প্রসঙ্গত, অভিযুক্তরা এখন প্রত্যেকেই জামিনে রয়েছেন।

সোমবার বিশেষ সিবিআই বিচারক রণধীর কর কালমাদিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন। কালমাদি ও প্রাক্তন ওসি সেক্রেটরি জেনারেল ললিত ভানোত সহ মোট ১০ জনকে ভারতীয় দন্ড বিধি ও দুর্নীতি বিরোধী আইন অনুযায়ী অভিযোগের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে।
অভিযুক্তদের বিরুদ্ধে বেআইনিভাবে চুক্তি করার অভিযোগ আনা হয়েছে। সিবিআই এর তরফে কালমাদি, ললিত ভানোত ছাড়াও ভি কে বর্মা, ডাইরেক্টর জেনারেল সুরজিত লাল, এএসভি প্রসাদ এবং এম জয়চন্দ্রনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

.