শুরু কংগ্রেস CWC বৈঠক, আলোচনা রাহুলের ভবিষ্যৎ নিয়ে

Updated By: Jan 13, 2015, 11:59 AM IST
 শুরু কংগ্রেস CWC বৈঠক, আলোচনা রাহুলের ভবিষ্যৎ নিয়ে

নয়াদিল্লি: একের পর বিধানসভা নির্বাচনের ধরাশায়ী কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে বড়সড় সাংগঠনিক রদবদলে পথে হাঁটতে পারে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার নয়াদিলিতে বসেছে CWC-র বৈঠক।

সকাল ১০টা ৩০   মিনিটে শুরু হয় বৈঠক।২৪, অশোক রোডে দলের হেডকোয়াটারে বৈঠকের শুরুটা করেন সভানেত্রী সোনিয়া গান্ধী। জাতীয় স্তরে লড়াইয় ও প্রত্যাবর্তনের রোড ম্যাপ কী হবে তা নিয়ে আলোচনা হবে বৈঠকে।

সামনেই দিল্লির ০ বিধানসভা নির্বাচন। ভোটের ঢাকে কাঠি পড়েছে গতকালই। বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির সঙ্গে গাঁট ছড়া বাধার কথা ইতিমধ্যেই জানিয়েছেন নেতারা। কী শর্তে জোট হবে, নির্বাচনী প্রচারের ইস্যুই বা কী হবে, সেসব নিয়েও আলোচনা হবে CWC বৈঠকে।

এসবের থেকে বড় বিষয়, যেদিকে তাকিয়ে রয়েছে, রাজনৈতিক মহলের সকলে। রাহুল গান্ধীর ব্যাটন হাতে তুলে নিতে চলেছেন। AICC-র বৈঠকের আগে CWCতেই রাহুলকে সভাপতি করার সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে বলে সূত্রের খবর।

 

.