আর এস এস- বিজপি বৈঠকে সিদ্ধান্ত হবে মোদী কে নিয়ে?

দু`দিনের `সমবায় বৈঠকে` বসল বিজেপি-আরএসএস। দিল্লির এই গুরুত্বপূর্ণ বৈঠকে গুজরাত মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে ২০১৪-র লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে। শনিবার এই কর্মসুচির উদ্বোধন করেন সংঘ প্রধান মোহন ভাগবত।

Updated By: Sep 8, 2013, 05:11 PM IST

দু`দিনের `সমবায় বৈঠকে` বসল বিজেপি-আরএসএস। দিল্লির এই গুরুত্বপূর্ণ বৈঠকে গুজরাত মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে ২০১৪-র লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে। শনিবার এই কর্মসুচির উদ্বোধন করেন সংঘ প্রধান মোহন ভাগবত।
আর এস এস মুখপাত্র মনমোহন বিদ্যা জানিয়েছেন, মোদী প্রসঙ্গে সংঘ তার রায় আগেই জানিয়েছে। প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণা এখন বিজেপি বিচারাধীন বলে জানিয়েছেন তিনি।
মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা নিয়ে প্রথম থেকে খুশি নন লালকৃষ্ণ আদবানি, সুষমা স্বরাজের মত প্রথম সারির নেতারা। আদবানি ঘনিষ্ঠরা মনে করেন, মোদীকে দিয়ে `লম্বা রেস` খেলানো ঠিক হবে না। খুব তাৎপর্যপূর্ণ ভাবে আজকের বৈঠকের প্রথম দফায় উপস্থিত ছিলেন না আদবানী।
বিজপির প্রধানমন্ত্রী নিয়ে আলোচনার পাশাপাশি বিভিন্ন রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচন নিয়েও আলোচনা হবে বৈঠকে।

.