দিল্লির এইমস-এ মৃত্যু হল মাও-হামলায় আহত সিআরপিএফ জওয়ান

কম্যান্ডো ব্যাটেলিয়ন ফর রিজলিউট অ্যাকশন (কোবরা) এর ২০৯ ব্যাটেলিয়নের ৩২ বছর বয়সী ওই জওয়ান।

Updated By: Jun 14, 2019, 07:09 PM IST
দিল্লির এইমস-এ মৃত্যু হল মাও-হামলায় আহত সিআরপিএফ জওয়ান
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: দিল্লির এইমস-এ মৃত্যু হল মাওবাদী হামলায় গুরুতর জখম এক সিআরপিএফ কম্যান্ডো। বুধবার, সরকারিভাবে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। গত ২৮ মে ঝড়খণ্ডের সেরৈকেলা খারসবন জেলার জঙ্গলে আইইডি হামলায় গুরুতর আহত হন সুনীল কুমার নামে ওই জওয়ান।

কম্যান্ডো ব্যাটেলিয়ন ফর রিজলিউট অ্যাকশন (কোবরা) এর ২০৯ ব্যাটেলিয়নের ৩২ বছর বয়সী ওই জওয়ান। টহলদারির সময় মাওবাদীদের আইইডি বিস্ফোরণে আহত হন আরও ১৪ কোবরা  ও পুলিস।

আরও পড়ুন- ট্রাম্প প্রশাসনের পাল্টা, ২৯ মার্কিন পণ্যের ওপরে অতিরিক্ত শুল্ক চাপাচ্ছে ভারত

কনস্টেবল কালিতাকে রাঁচির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়া ৪ জুন তাঁকে দিল্লির এইমস-এ স্থানান্তরিত করা হয়। তবে, বৃহস্পতিবার রাতেই মৃত্যুর কাছে হার মানতে হয় তাঁকে। সিআরপিএফ-এর তরফে জানানো হয়, গুরুতর আহত হওয়ার সত্ত্বেও সহকর্মীদের সাহসিকতার সঙ্গে বাঁচিয়েছিলেন সুনীল কুমার। ২০১৬ সালে কোবরায় যোগ দেন তিনি। এরপরই ঝাড়খণ্ডে নকশাল বিরোধী অভিযান গ্রুপে মোতায়েন করা হয় তাঁকে।

.