Crocodile Worship | UP: কুমির ধরে দড়ি বেঁধে মন্দিরে! পুজো-পাঠের পর চলল সেলফি তোলার হিড়িক...

ভক্তরা কুমিরের মাথায় তিলক লাগিয়ে দেন। এমনকি কুমিরের মুখের কাছে ধূপও রাখেন।

Updated By: Feb 1, 2024, 06:06 PM IST
Crocodile Worship | UP: কুমির ধরে দড়ি বেঁধে মন্দিরে! পুজো-পাঠের পর চলল সেলফি তোলার হিড়িক...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যত কাণ্ড যোগী রাজ্যে! গঙ্গায় ধরা পড়ল কুমির। স্থানীয়া-ই সেই কুমির ধরে। তারপর দড়ি দিয়ে সেই কুমিরের মুখ বেঁধে নিয়ে আসে মন্দিরে। মন্দিরে সেই কুমিরকে পুজোও করতে শুরু করেন ভক্তরা। এমনকি কুমির সঙ্গে সেলফিও তোলেন ভক্তরা। একেবারে তাজ্জব কাণ্ড! ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে। 

উত্তরপ্রদেশের কানপুরের ভৈরব ঘাটের গঙ্গায় দেখা যায় একটি ভয়ঙ্কর কুমিরকে। ওই ভৈরব ঘাটে ভক্তরা গঙ্গা নদীতে স্নান করতে যেতেন। সেখানেই নদীতে কুমিরের দেখা পাওয়ায় এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কুমিরটিকে ধরতে বন দফতরকে ডাকেন স্থানীয়রা। কিন্তু কুমিরটিকে বন দফতরের কর্মীরা ধরতে পারেননি। শেষে কয়েকজন জেলে নদী থেকে কুমিরটিকে ধরেন। 

কুমিরটিকে ধরার পর তাঁরা সেটিকে দড়ি দিয়ে বাঁধেন। তারপর দড়ি বাঁধা অবস্থায় কুমিরটিকে ওই এলাকার মন্দিরে নিয়ে যান। মন্দির চত্বরেই ফেলে রাখেন কুমিরটিকে। এখন মন্দিরের ভিতর কুমির রয়েছে, সেই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ভিড় জমে যায় মন্দিরে। কুমির দেখতে মন্দিরে ভিড় জমান বহু মানুষ। 

এমনকি মন্দিরের ভিতর কুমিরটিকে বেঁধে রেখে ভক্তরা পুজা-অর্চনাও শুরু করেন। ভক্তরা কুমিরের মাথায় তিলক লাগিয়ে দেন। এমনকি কুমিরের মুখের কাছে ধূপও রাখেন। শুধু তাই নয়, বিপজ্জনক ও বিশাল কুমিরের সঙ্গে সেলফিও তুলতে থাকেন অনেক ভক্ত। অনেক ভক্তকে পতাকা হাতে মন্দিরে উপস্থিত হতেও দেখা যায় 'জয় শ্রীরাম' স্লোগান দিয়ে।

আরও পড়ুন, Flamingos Die At Navi Mumbai: দু'মিনিট নীরবতা পালনও হবে না! সাইনবোর্ডে ধাক্কা খেয়ে মরল ৪ বেচারা ফ্লেমিংগো...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.