লক্ষ্য বিকল্প মঞ্চ: বার্তা খসড়া দলিলে
বাম গণতান্ত্রিক বিকল্প গড়াই এই মুহূর্তে সবচেয়ে বড় কাজ বলে মনে করছে সিপিআইএম। শনিবার প্রকাশিত দলের রাজনৈতিক খসড়া দলিলে এই বার্তা স্পষ্ট। দলিলটি প্রকাশ করে সিপিআইএমের সাধারণ সম্পাদক প্রকাশ কারাত বলেন, কংগ্রেস এবং বিজেপির সমদূরত্ব বজায় রেখে এই বিকল্প মঞ্চ থেকেই লড়াই চালাবে সিপিআইএম।
বাম গণতান্ত্রিক বিকল্প গড়াই এই মুহূর্তে সবচেয়ে বড় কাজ বলে মনে করছে সিপিআইএম। শনিবার প্রকাশিত দলের রাজনৈতিক খসড়া দলিলে এই বার্তা স্পষ্ট। দলিলটি প্রকাশ করে সিপিআইএমের সাধারণ সম্পাদক প্রকাশ কারাত বলেন, কংগ্রেস এবং বিজেপির সমদূরত্ব বজায় রেখে এই বিকল্প মঞ্চ থেকেই লড়াই চালাবে সিপিআইএম।
২০০৯-এর লোকসভা নির্বাচনের ঠিক আগে দেশের অকংগ্রেস, অবিজেপি দলগুলিকে একজোট করে তৃতীয় বিকল্প গড়ে তুলেছিল বামেরা। কিন্তু নির্বাচনে বিপর্যয় সেই কৌশলের অকার্যকারিতাকেই প্রমাণ করেছে। নির্বাচনের প্রাক্কালে জোট না গড়ে, আগে থেকেই বিকল্পের সন্ধান করা জরুরি বলে মনে করেই সিপিআইএম-এর খসড়া দলিলে বিষয়টি গুরুত্ব পেয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। সেই সঙ্গে কংগ্রেস এবং বিজেপির সঙ্গে সমান দূরত্ব বজায় রাখাও গুরুত্ব পেয়েছে এই খসড়ায়।
একই সঙ্গে খসড়া দলিলে গুরুত্ব দেওয়া হয়েছে বাম ঐক্যের বিষয়টিতেও। বলা হয়েছে, "বিভিন্ন বামদলের চৌহদ্দির বাইরেও দেশে বহু বাম মনোভাবাপন্ন সংগঠন এবং ব্যক্তি রযেছে, যাদের বামমঞ্চে অন্তর্ভুক্ত করা জরুরি।" এর পাশাপাশি হিন্দিবলয়ে দলীয় সংগঠন বাড়াতে আরও বেশি উদ্যোগী হবে সিপিআইএম। সাংবাদিক সম্মেলনে প্রকাশ কারাত বলেন, উত্তরপ্রদেশ নির্বাচনে এবার একাই লড়বে বামেরা। তাতে চটজলদি কোনও ফল না পাওয়া গেলেও, দলের সাবলম্বিতার জন্য তা অত্যন্ত প্রয়োজনীয়।
এপ্রিলে কেরালার কোড়িকোডে বসছে সিপিআইএমের পার্টি কংগ্রেস। তার আগে খসড়াটি নিয়ে আলোচনা হবে দলের সর্বস্তরে। তারপরে চূড়ান্ত দলিল গৃহীত হবে দলীয় কংগ্রেসে।