পঞ্চায়েত ভোটের সন্ত্রাসের সমালোচনা সিপিআইয়ের বৈঠকে

দিল্লিতে সিপিআইয়ের কর্মসমিতির বৈঠকেও উঠে এল রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের মনোনয়নে বাধা দেওয়ার প্রসঙ্গ। বিরোধীদের মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে শাসকদল তৃণমূল কংগ্রেসের ভূমিকার কড়া সমালোচনা করেছে সিপিআই। এ ছাড়াও নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, খাদ্যসুরক্ষা বিল, পেনশন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়াসহ একাধিক ইস্যু নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। দুর্নীতিতে জর্জরিত দ্বিতীয় ইউপিএ সরকারের সমালোচনা করা হয়েছে। এইসব ইস্যুগুলি নিয়ে দেশজুড়ে প্রচারে নামার কর্মসূচি নিয়েছে সিপিআই। জুন মাসের তিন ও চার তারিখ জেলভরো কর্মসূচির ডাক দিয়েছে সিপিআই।

Updated By: Jun 4, 2013, 05:17 PM IST

দিল্লিতে সিপিআইয়ের কর্মসমিতির বৈঠকেও উঠে এল রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের মনোনয়নে বাধা দেওয়ার প্রসঙ্গ। বিরোধীদের মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে শাসকদল তৃণমূল কংগ্রেসের ভূমিকার কড়া সমালোচনা করেছে সিপিআই। এ ছাড়াও নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, খাদ্যসুরক্ষা বিল, পেনশন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়াসহ একাধিক ইস্যু নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। দুর্নীতিতে জর্জরিত দ্বিতীয় ইউপিএ সরকারের সমালোচনা করা হয়েছে। এইসব ইস্যুগুলি নিয়ে দেশজুড়ে প্রচারে নামার কর্মসূচি নিয়েছে সিপিআই। জুন মাসের তিন ও চার তারিখ জেলভরো কর্মসূচির ডাক দিয়েছে সিপিআই।

.