শর্মিলা চানুকে মুক্তির নির্দেশ দিল আদালত

জেল থেকে এখনই মুক্তি দিতে হবে ইরম শর্মিলা চানুকে। নির্দেশ দিল মনিপুর আদালত। আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি, এই অভিযোগে আটকে রাখা হয়েছে শর্মিলাকে। মনিপুর আদালত রায়ে জানিয়েছে, চানু আত্মহত্যার চেষ্টা করেছেন এমন কোনও প্রমাণ মেলেনি।

Updated By: Aug 19, 2014, 09:43 PM IST
শর্মিলা চানুকে মুক্তির নির্দেশ দিল আদালত

ওয়েব ডেস্ক: জেল থেকে এখনই মুক্তি দিতে হবে ইরম শর্মিলা চানুকে। নির্দেশ দিল মনিপুর আদালত। আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি, এই অভিযোগে আটকে রাখা হয়েছে শর্মিলাকে। মনিপুর আদালত রায়ে জানিয়েছে, চানু আত্মহত্যার চেষ্টা করেছেন এমন কোনও প্রমাণ মেলেনি।

মনিপুরে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন প্রত্যাহারের দাবিতে দুহাজার চার সালের নভেম্বর থেকে অনির্দিষ্ট কাল অনশন চালিয়ে যাচ্ছেন শর্মিলা চানু। তাঁর বিরুদ্ধে আত্মহত্যার চেষ্টার অভিযোগ আনা হয়। এধরনের অভিযোগে একবছর টানা জেলে রাখা যায় অভিযুক্তকে। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় শর্মিলাকে এখন ইম্ফলের জওহরলাল নেহরু ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এর একটি ঘরে বন্দি রাখা হয়েছে। ওই ঘরকেই সাব জেল ঘোষণা করেছে মনিপুর প্রশাসন।

.