কর্পোরেট গুপ্তচরবৃত্তি কাণ্ডে গ্রেফতার আরও ২

কর্পোরেট গুপ্তচরবৃত্তি কাণ্ডে বৃহস্পতিবার আরও ২জনকে গ্রেফতার করল ক্রাইম ব্রাঞ্চ। বন ও পরিবেশ মন্ত্রকের এক জয়েন্ট সেক্রেটারির ব্যক্তিগত সহযোগী জিতেন্দর নাগপালকে প্রথমে গ্রেফতার করে পুলিস। তারপরে ইউপিএসসি-এর এক সদস্যের ব্যক্তিগত সহযোগী বিপন কুমারকে গ্রেফতার করা হয়।

Updated By: Feb 26, 2015, 04:41 PM IST
কর্পোরেট গুপ্তচরবৃত্তি কাণ্ডে গ্রেফতার আরও ২

নয়া দিল্লি: কর্পোরেট গুপ্তচরবৃত্তি কাণ্ডে বৃহস্পতিবার আরও ২জনকে গ্রেফতার করল ক্রাইম ব্রাঞ্চ। বন ও পরিবেশ মন্ত্রকের এক জয়েন্ট সেক্রেটারির ব্যক্তিগত সহযোগী জিতেন্দর নাগপালকে প্রথমে গ্রেফতার করে পুলিস। তারপরে ইউপিএসসি-এর এক সদস্যের ব্যক্তিগত সহযোগী বিপন কুমারকে গ্রেফতার করা হয়।

জিতেন্দর নাগপালের বিরুদ্ধে অভিযোগ মূল অভিযুক্ত লোকেশ শামাকে সংশ্লিষ্ট দফতরের গোপন নথি সরবারহ করেছিলেন তিনি।

পুলিস দাবি করেছে নথি পাচার করার উদ্দেশ্যেই  জিতেন্দর অনান্য মন্ত্রকের সঙ্গেও যোগাযোগ রাখার চেষ্টা করত।

এই ঘটনায় এখনও পর্যন্ত ভিন্ন ভিন্ন ৫টি মন্ত্রকের ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে পেট্রলিয়াম, কয়লা, প্রতিরক্ষা ও শক্তি এই চারটি মন্ত্রকের গোপন নথি পাচার করার তথ্য প্রমাণ আসে পুলিসের হাতে।

 

 

 

.