করোনা রুখতে ৩ সপ্তাহের লকডাউন যথেষ্ট নয়, বলছে গবেষণা

গোটা দুনিয়ায় এখনও পর্যন্ত করোনায় ২৮,০০০ মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ৬ লাখের বেশি

Updated By: Mar 28, 2020, 09:08 PM IST
করোনা রুখতে ৩ সপ্তাহের লকডাউন যথেষ্ট নয়, বলছে গবেষণা

নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাস মোকাবিলায় দেশজুড়ে ৩ সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে কেন্দ্র। ছোঁয়াচ এড়াতে গোটা দুনিয়াজুড়েই এই পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। কিন্তু মাত্র ৩ সপ্তাহ লকডাউন করে করোনা রোখা যাবে না। এমনটাই অভিমত গবেষকদের।

আরও পড়ুন-আটকে পড়া শ্রমিকদের জন্য খাওয়া-থাকার ব্যবস্থা করুন, রাজ্যগুলিকে নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রকের

গোটা দুনিয়ায় এখনও পর্যন্ত করোনায় ২৮,০০০ মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ৬ লাখের বেশি। এরকম এক অবস্থায় চেন্নাইয়ের ইনস্টিটিউট অব ম্যাথমেটিক্যাল সায়েন্স ও ইউনিভার্সিটি অব কেমব্রিজ জানিয়েছে টানা লকডাউন ও মাঝে মাঝে তা শিথিল করেই কমতে পারে সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা। ফলে ভারতের তিন সপ্তাহের লকডাউনে খুব ভালো কাজ নাও দিতে পারে।

ওই দুই সংস্থার গবেষকদের মতে একুশ দিন লকডাউনের পর ৫ দিন ছাড় দেওয়া যেতে পারে। তার পর ফের ২৮ দিন লকডাউন করতে হবে। ফের বিরতি। তার পর ফের ১৪ দিনের লকডাউন। সবে মিলিয়ে ৬৩ দিনের লকডাউনে যাওয়া উচিত।

আরও পড়ুন-Live: ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৯০৯, মৃত ১৯, সুস্থ হয়ে ফিরেছেন ৮০

গবেষকদের সাফ কথা, ৩ সপ্তাহের লকডাউন একেবারেই যথেষ্ট নয়। বিরতি দিয়ে দিয়ে লকডাউন করলে সংক্রমণ ছড়ানের বেগ কমবে।  এতে কোনও ব্যক্তির কাছ থেকে ছড়ানোর যে চেন তা বারেবারেই ভাঙা যাবে।

.