ভারতের পাশে Russia, ভেন্টিলেটর-২২ টন ওষুধ, বিপুল চিকিত্সা সামগ্রী নিয়ে দিল্লিতে নামল ২ রুশ বিমান

রুশ রাষ্ট্রদূত বলেন, মে মাস থেকেই স্পুটনিক ভ্যাকসিন ভারতে পাঠানো শুরু হয়ে যাবে।    

Updated By: Apr 29, 2021, 12:36 PM IST
ভারতের পাশে Russia,  ভেন্টিলেটর-২২ টন ওষুধ, বিপুল চিকিত্সা সামগ্রী নিয়ে দিল্লিতে নামল ২ রুশ বিমান

নিজস্ব প্রতিবেদন: ভারতের ভয়ঙ্কর করোনা পরিস্থিতিতে পাশে দাঁড়াল রাশিয়া। করোনা চিকিত্সায় বিপুল ওষুধ-সহ প্রয়োজনীয় চিকিত্সা সরঞ্জাম নিয়ে আজ দিল্লিতে অবরতণ করল রাশিয়ার ২টি বিমান।

আরও পড়ুন-শীতলকুচির সেই বুথে পুনর্নির্বাচনে সাতসকালে BJP প্রার্থীর গাড়ি ঘিরে অশান্তি   

কী পাঠিয়েছে রাশিয়া

রাশিয়ার পাঠানো সরঞ্জামের মধ্যে রয়েছে ২০টি Oxygen Concentrators, ৭৫টি ভেন্টিলেটর, ১৫০টি বেডসাইড মনিটর, Coronavir ও ২২ টন ওষুধ।

আরও পড়ুন-করোনায় আক্রান্ত হয়েই প্রয়াত শঙ্খজায়া, ৮ দিনের মাথায় মৃত্যু 

দিল্লিতে রাশিয়ার(Russia) রাষ্ট্রদূত নিকোলাই খুদাসেভ সংবাদমাধ্যমে বলেন, ভারতের এই কঠিন সময়ে পাশে দাঁড়াতে করোনা চিকিত্সার সামগ্রী ও ওষুধ পাঠিয়েছে রাশিয়া।  দুটি বিমানে ওইসব সামগ্রী পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে ভেন্টিলেটর, বেডসাইড মনিটর, অক্সিজেন কনসেনট্রেটর(Oxygen Concentrators) এবং ওষুধ। ভারতের করোনা পরিস্থিতির উপরে কড়া নজর রেখে চলেথে রাশিয়া। বন্ধু ভারতের পাশে রয়েছে রাশিয়ান ফেডারেশন। রুশ রাষ্ট্রদূত আরও বলেন, মে মাস থেকেই স্পুটনিক ভ্যাকসিন ভারতে পাঠানো শুরু হয়ে যাবে।  

.