কিছুটা স্বস্তি! গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৬,৫৩৫, মৃত্যু ১৪৬ জনের

দেশে করোনা রোগী সুস্থ হওয়ার হার ৪১.৬০ শতাংশ

Updated By: May 26, 2020, 03:51 PM IST
কিছুটা স্বস্তি! গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৬,৫৩৫, মৃত্যু ১৪৬ জনের

নিজস্ব প্রতিবেদন: মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাটে করোনা সংক্রমণের গতি কমার কোনও লক্ষণ নেই। মঙ্গলবার দুপুর পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১,৪৫,৩৭৯। মারা গেলেন ৪১৬৭ জন।

আরও পড়ুন-'১টা খুন চাপা দিতে আরও ৯টা খুন', কুয়োর ভিতর ডাঁই করা দেহ মিলতেই পর্দাফাঁস খুনির

কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬,৫৩৫ জন। মৃত্যু হয়েছে ১৪৬ জনের। তবে গতকালের তুলনায় এই সংখ্যা সামান্য কম। সোমবার দেশে করোনা আক্রান্ত হয়েছিলেন ৬,৯৭৭ জন। রবিবার ওই সংখ্যা ছিল ৬,৭৬৭ জন।

মঙ্গলবারের হিসেব অনুযায়ী দেশে করোনা রোগী সুস্থ হওয়ার হার ৪১.৬০ শতাংশ।

সোমবারের হিসেব অনুযায়ী দেশে করোনা আক্রান্ত হয়েছিলেন মোট ১.৩৮ লাখের বেশি। মৃত্যু হয় ৪,০০০ বেশি মানুষের।

দেশে এখন করোনা রোগীর কেন্দ্র হয়ে উঠেছে মহারাষ্ট্র। স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুয়ায়ী রাজ্যে এখনও পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ৫২,৬৬৭। মৃত্যু হয়েছে ১৬৯৫ জনের। সোমবার মুম্বইয়েই আক্রান্ত হয়েছেন ১৪৩০ জন। শুধুমাত্র মুম্বইয়েই আক্রান্ত হয়েছেন ৩১,৯৭২ জন, মৃত ১০২৬।

আরও পড়ুন-আমফান বিধ্বস্তদের বিজেপির ত্রাণ বিলিকে কেন্দ্র করে ধুন্ধুমার, জখম ১১

করোনা রোগীর সংখ্যায় গুজরাটকেও ছাড়িয়ে গেল তামিলনাড়ু। সেখানে আক্রান্ত হয়েছেন ১৭,০৮২ জন। গুজরাটে এখন আক্রান্তের সংখ্যা ১৪,৪৬৮ জন। দিল্লিতে আক্রান্তের সংখ্যা ১৪,০৫৩ জন। মৃত ১৬৭ জন।

এখনও পর্যন্ত মধ্যপ্রদেশে ৬,৮৫৯ কোভিড রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৩০০ জনের।

.